Header AD

প্রয়াত ‘কর্ণ’ পঙ্কজ ধীর, বিনোদনজগতে শোকের ছায়া

না ফেরার দেশে পাড়ি দিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। ১৫ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর পুরনো বন্ধু ও সহকর্মী অমিত বহল নিশ্চিত করেছেন এই খবর। বয়স হয়েছিল ৬৮। বিনোদন জগতে শোকের ছায়া। টেলিভিশনের পর্দায় বি আর চোপড়ার ‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে তাঁর অভিনয় এখনও দর্শকমনে গেঁথে রয়েছে।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। লড়াই করছিলেন ক্যানসারের সঙ্গে। ধীরে ধীরে সেরেও উঠছিলেন পঙ্কজ । তবে, কয়েকমাস আগে  তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন । অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। কিন্তু শেষ রক্ষা হল না।

অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাশোসিয়েশন’।বুধবার, বিকেল সাড়ে ৪ টেয় মুম্বইয়ে তাঁর শেষকৃত্য। বি আর চোপড়ার ‘মহাভারত’ ছাড়াও তিনি একাধিক হিন্দি ছবি ও ধারাবাহিকে অভিনয় করেন । ‘জমিন’, ‘সোলজার’, “টারজান: দ্য ওয়ান্ডার কার’ – এর মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। তবে মহাভারতে ‘কর্ণ’ চরিত্রে অভিনয় তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল।বড়পর্দার পাশাপাশি ওয়েবে সিরিজেও মন জয় করেছেন অভিনেতা। দুটো ছবি পরিচালনাও করেছিলেন পঙ্কজ। ৫৫ বছরের অভিনয়জীবন তাঁর। ২০২৪ সালে শেষ অভিনয় করেন ‘ধ্রুব তারা’ নামে এক ধারাবাহিকে।