Header AD

লাইনে ফাটল ধরায় বুধবার ফের মেট্রো বিভ্রাট, ক্ষুব্ধ যাত্রীরা

ফের ব্লু লাইনে মেট্রো বিভ্রাট । লাইনে ফাটল আর তাঁর জেরেই বুধবার বেলা সাড়ে ১২টা থেকে দমদম থেকে শহিদ ক্ষুদিরামের মধ্যে বন্ধ ছিল পরিষেবা। সুত্রের খবর, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী স্টেশনের মধ্যে  লাইনে ফাটল দেখা দেওয়ায় বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। যার জেরে ভোগান্তির শিকার হন যাত্রীরা। 

মেট্রোর প্রতিদিনের সমস্যা নিয়ে কার্যত জেরবার যাত্রীরা। নিত্যদিন কোন না কোন বিভ্রাট দেখা দিচ্ছে মেট্রোয়। এই নিয়ে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। মেট্রোরেল সূত্রে খবর, লাইনে ফাটল দেখা যাওয়ায় আপ এবং ডাউন লাইনে পরিষেবা বন্ধ করে দেওয়া হয় তৎক্ষণাৎ। থমকে যায় দমদম থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত পরিষেবা। পর পর স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেন। পরে যাত্রীদের নামিয়ে কামরা খালি করে দেওয়ার কথা ঘোষণা করেন মেট্রো কর্তৃপক্ষ। 

মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নন জানান, “মহাত্মা গান্ধী স্টেশনে একটি সমস্যা দেখা দিয়েছে। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছান ইঞ্জিনিয়ারেরা। সমস্যা মেটানোর কাজ করছেন তাঁরা।“এর জেরে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছিল মেট্রো।  তবে তারপরও মেট্রোর দেখা মিলছে না বলেই দাবি যাত্রীদের। বহুক্ষণ অপেক্ষার পর দেখা মিলছিল ট্রেনের। স্বভাবতই ভিড়ে ঠাসা ছিল ট্রেন। মেট্রোয় নিত্যদিনের এই ভোগান্তিতে ক্ষুব্ধ যাত্রীরা।