Header AD

জুবিনের মৃত্যুর ‘বদলা’ নিতে অভিযুক্তদের কনভয়ে হামলা, উত্তপ্ত অসম!

বুধবার অসমের বক্সা (Buxa) জেলায় ধুন্ধুমারকাণ্ড। জুবিন গর্গ ( Zubin Garg) মৃত্যুতে অভিযুক্তদের পুলিশি কনভয়ে হামলা হল বক্সা জেলে নিয়ে যাওয়ার সময়। জ্বালিয়ে দেওয়া হল পুলিশের গাড়ি। হামলাকারীদের দাবি, ‘‘ওদের ভিতরে রাখা যাবে না, আমাদের হাতে তুলে দিন।’’ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ে, শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

জুবিন গার্গের মৃত্যুতে অভিযুক্ত পাঁচ জনকে কড়া পুলিশি নিরাপত্তা দিয়েই নিয়ে যাওয়া হচ্ছিল জেলে। আচমকা পুলিশের কনভয় লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে উত্তেজিত জনতা। কেউ আবার কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিচ্ছিলেন। জেলের বাইরে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে ছিল। তাতেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। মুহূর্তের মধ্যে জেলের বাইরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। সংশ্লিষ্ট ঘটনায় পুলিশ কর্মী এবং কয়েকজন সংবাদিকের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত।

সিঙ্গাপুরে গায়কের আকস্মিক মৃত্যুর পর থেকে তোলপাড় গোটা দেশ। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে (Singapore North east Festival) যোগ দিতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিনের। বিদেশের মাটিতে অসমের ভূমিপুত্রের এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছেন! কী ভাবে মৃত্যু হল গায়কের, এই প্রশ্ন উঠছে বার বার। তার ভিত্তিতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে জুবিন গর্গের মৃত্যুতদন্তের জন্য সম্প্রতি ‘সিট’ও গঠন করে অসম সরকার। স্বামীর মৃত্যুর ন্যায়বিচার চেয়েছেন স্ত্রী গরিমা। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন জ়ুবিনের তুতো ভাই ও পুলিশ আধিকারিক সন্দীপন গার্গও। তার আগে গ্রেফতার হয়েছেন গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী, ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত ও সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহন্ত। গ্রেফতার করা হয়েছে গায়কের দুই নিরাপত্তা আধিকারিককেও। বুধবারই অভিযুক্তদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আগামী কয়েক দিনের জন্য তাদের ঠিকানা অসমের বক্সা জেল।