আগামী ২ নভেম্বর ষাটে পা দিচ্ছেন বলিউড বাদশা। সেই উপলক্ষে পিভিআর আইনক্স এবার এক বিশেষ উদ্যোগ নিয়েছে । শাহরুখ খানের জন্মদিন উপলক্ষ্যে দুই সপ্তাহ ব্যাপী এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে তারা। দেশজুড়ে চলবে এই চলচ্চিত্র উৎসব।
জানা গিয়েছে, আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই চলচ্চিত্র উৎসব। দেশের মোট তিরিশটি শহরের চুয়াত্তরটি প্রেক্ষাগৃহে দেখানো হবে বলিউড বাদশার বিভিন্ন সুপারহিট ছবি। এরফলে শাহরুখের দর্শক-অনুরাগীরা আরও একবার সিনেমাহলে গিয়ে তাঁর পুরনো ছবিগুলিও দেখার সুযোগ পাবেন । জেনে নেওয়া যাক কোন কোন ছবি গুলি রয়েছে এই তালিকায়? ‘কভি হাঁ কভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো একাধিক ছবি থাকছে তালিকায়।
প্রসঙ্গত, ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবার এই বছর কিং খান জিতলেন জাতীয় পুরস্কার। শুধু তাই নয়, শাহরুখের জন্য এই বছরটা খুবই স্পেশাল। বলিউডে ছেলের সাফল্যও ভিজিয়েছে তাঁর চোখের কোণ। সম্প্রতি বলিউডে ছেলে আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ সাফল্য লাভ করেছে। অপরদিকে মেয়ে সুহানাও অভিনয় করছেন তাঁর নতুন ছবি ‘কিং’এ। এই সব নিয়েই তাঁর এবারের জন্মদিনটা হয়ে উঠতে চলেছে একটু বেশই স্পেশাল।





