Header AD

কালীপুজোয় বড়মার জন্য বেনারসি পাঠালেন দেব, অপরাজিতা মাকে দিলেন রুপোর তোড়া

প্রতি বছর কালীপুজোর মরশুমে দূরদূরান্ত থেকে পূণ্যার্থীরা ভিড় জমান নৈহাটিতে। সেই জনঅরণ্যে আমজনতা, সেলেব সকলে মিলেমিশে একাকার হয়। বিগত কয়েক বছরে সিনেমা রিলিজের প্রাক্কালে বড়মার কাছে আশীর্বাদ নিতে দেখা গিয়েছে টলিপাড়ার বহু তারকাকে। এবার কালীপুজোর মরশুমেও মায়ের জন্য উপহার পাঠালেন তাঁরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, শ্রুতি দাসের মতো বহু তারকাকে দেবীর কাছে প্রার্থনা জানাতে দেখা গিয়েছে। মানত পূরণ হলে মাকে উপহারে ভরিয়েও দিয়েছেন। জানা গেল, চলতি বছর বড়মার জন্য বেনারসি পাঠিয়েছেন দেব। ‘খাদান’, ‘ধূমকেতু’, এমনকী ‘রঘু ডাকাত’-এর প্রচারের সময়েও সদলবলে নৈহাটিতে গিয়ে বড়মার কাছে আশীর্বাদ নিয়ে এসেছিলেন টলিউড সুপারস্টার। মনোস্কামনা পূরণ হওয়ার পরও প্রতিবার বড়মার পুজো দিয়ে এসেছেন দেব। জানা গিয়েছে, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও শাড়ি দিয়েছেন নৈহাটি বড়মাকে।মন্দির কমিটির তরফে জানানো হয়েছে “অগণিত ভক্তরা বড়মার জন্য শাড়ি পাঠান। সকলের দেওয়া বেনারসি পরানো সম্ভব হয় না বলেই সব শাড়িগুলি দেবীমূর্তির পিছনে টাঙিয়ে দিই। পরে সেই ছবি তুলে ভক্তদের পাঠিয়ে দেওয়া হয়।” অন্যদিকে দেবীর সাজশৃঙ্গারের জন্যেও অনেকে গয়না পাঠান। টিপ, নথ, মালা, এহেন নানা ধরনের গয়নায় সাজেন বড়মা। টলিউডের অনেক তারকাই মানত পূরণ হলে মায়ের জন্য উপহার পাঠান। এবার যেমন অপরাজিতা আঢ্য বড়মার জন্য রুপোর তোড়া পাঠিয়েছেন। পুজোর দিন মায়ের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই তোড়া। এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও বড়মার জন্য বেনারসি পাঠিয়েছিলেন। ফি বছরের মতো এবারেও জাগ্রত বড়মার কাছে পুজো দেবেন বিশিষ্টরা। সোমবার বড়মার মন্দিরে পুজো দিতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন মন্দিরে যেতে পারেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকেই রয়েছেন।