Header AD

ভূত চতুর্দশীতে প্রকাশ্যে এল উইন্ডোজের নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মোশান পোস্টার

ভূত চতুর্দশীতেই ভূতের দেখা মিলল! তবে একেবারে ভূত দেখা নয়, একে ভুতের ঝলক বলাই ভালো। দীপাবলির প্রাক্কালে দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের আগামী ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল-এর মোশন পোস্টার প্রকাশ করল শিবপ্রসাদ মুখোপাধ্যায়- নন্দিতা রায় (Shiboprasad Mukherjee-Nandita Roy) জুটির উইন্ডোজ প্রোডাকশন হাউস (Windows Production House)। পরিচালনায় অরিত্র মুখোপাধ্যায়।

এবার ভরা শীতে দেখা মিলবে সেই ভুতের।শীতের মরশুমে বড়পর্দায় গা ছমছমে ভূতের ছবি‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ নিয়ে আসতে চলেছে উইনডোজ প্রোডাকাশন। উল্লেখ্য, ভৌতিক ঘরানার ছবি নিয়ে এই প্রথমবার দর্শকের দরবারে আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা। শীতে এই ছবি মুক্তি পেলেও ভূত চতুর্দশীতেই প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার।
সদ্য প্রকাশ্যে আসা সেই পোস্টারে দেখা যাচ্ছে একটি প্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকজন। আর তার সঙ্গে দেখা যাচ্ছে ছবির দুই জুটিকে নাচের ভঙ্গিমায়। একদিকে বনি-স্বস্তিকা দত্ত ও অন্যদিকে সোহম মজুমদার-মিমি। পুরো ব্যাপারটাতেই একটা ভৌতিক বিষয় রয়েছে নিখুঁতভাবে। মোশন পোস্টারের আবহও কিন্তু বেশ একটা গা ছমছমে ব্যাপার তৈরি করে।

উল্লেখ্য হরর-কমেডি ঘরানার এই ছবিতে হাস্যরস ও ভয় দুই উপাদানই ভরপুর রয়েছে। ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, সহম মজুমদার, বনি সেনগুপ্ত, অনামিকা সাহা, মানসী সিনহা, কাঞ্চন মল্লিক-সহ আরও অনেকে। উইন্ডোজ-এর সঙ্গে এই প্রথমবার নয়, এর আগেও গাঁটছড়া বেঁধেছেন পরিচালক। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘ফাটাফাটি’র পাশাপাশি নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনাতেই ‘বাবা বেবি ও’র মতো ছবি পরিচালনা করেছেন অরিত্র। পরিচালক হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন। সিনেমার চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে জিনিয়া সেন ও গোধূলী শর্মা।পুজোতেই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ-নন্দিতা জুটির রক্তবীজ টু। সেই ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবার নতুন ছবির ঝলক প্রকাশ্যে আনল উইন্ডোজ।তাদের বড়দিনের উপহারের অপেক্ষায় এখন থেকেই কার্যত দিন গোনা শুরু হয়ে গেল বলা চলে।