Header AD

নতুন বিশ্ব রেকর্ড গড়ার পথে অযোধ্যার ‘দীপোৎসব’!প্রস্তুতি তুঙ্গে

সোমবার দীপাবলি, আলোর উতসবে মেতে উঠতে তৈরি গোটা দেশ।দীপাবলির আগে কার্যত গোটা দেশ আলোয় সেজে উঠছে।উত্তরপ্রদেশের অযোধ্যাতেও(Ayodhya ) চলছে দীপোৎসবের চুড়ান্তপর্বের প্রস্তুতি। গত কয়েক বছর ধরে ধুমধামের ‘দীপোৎসব’(Deepotsav) পালিত হচ্ছে অযোধ্যায়। তবে এ বারের ‘দীপোৎসব’-কে ইতিহাসের পাতায় তুলে রাখার প্রস্তুতি শুরু হয়েছে। রবিবার থেকেই অযোধ্যায় শুরু হচ্ছে এই উৎসব। আর এই উৎসব সেজে উঠবে লক্ষ লক্ষ প্রদীপে।সরযূ নদীর তীরে জ্বলবে লক্ষ লক্ষ প্রদীপ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠতে পারে অযোধ্যার।

এই বছর ‘রাম কি পৌড়ি’ এবং ৫৬টি ঘাটে রেকর্ড ২৬ লক্ষেরও বেশি (২৬,১১,১০১টি) প্রদীপ জ্বালানো হবে। এই সংখ্যা গত বছরের থেকেও বেশি। কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা দলে দলে এই উদ্যোগে শামিল হয়েছেন। ১০ হাজারের বেশি মানুষ জড়িত ‘দীপোৎসব’-এ। প্রদীপে সলতে এবং তেল ঢালার শেষ মুহর্তের কাজ চলছে। রবিবার সন্ধ্যা থেকেই প্রদীপগুলি জ্বালানো হবে। যা রেকর্ড সৃষ্টি করতে পারে বলেই খবর।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্তৃপক্ষের নজর আছে অযোধ্যার দীপাবলিতে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো এলাকাটিকে ছোট ছোট জোনে ভাগ করা হয়েছে। প্রতি এলাকায় দুই জন করে প্রতিনিধি থাকবেন। অংশগ্রহণকারীদের ট্র‍্যাক করার জন্য কিউআর কোড স্ক্যান করা হচ্ছে।

ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধনে পালন করা হবে অযোধ্যার ‘দীপোৎসব’। বিগত কয়েক বছরই ধুমধাম করে দীপোৎসব পালন করা হয় রাম মন্দিরের শহরে। গত বছরও দীপাবলি উপলক্ষে অযোধ্যায় ৫০০ ড্রোন উড়েছিল। এইবার সেই সংখ্যা ১১০০।