দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অন্ধকারের সরিয়ে আলোর, খারাপের উপর ভালোর জয়গান গাওয়া হয় এই আলোর উৎসবে।
একদিকে যেমন রাজ্য জুড়ে চলছে শ্যামা মায়ের আরাধনা অন্যদিকে দেশজুড়ে মহাসমারোহে দীপাবলি (Diwali) পালিত হচ্ছে।
এদিন শুভ চেতনার বিকাশ এবং সব মলিনতা মুছে যাওয়ার কথা উঠে এসেছে রাষ্ট্রপতির পোস্টে। তিনি লেখেন, ‘শুভ দীপাবলি উপলক্ষে, আমি ভারত এবং বিশ্বজুড়ে সকল ভারতীয়কে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। দেশজুড়ে প্রচুর উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত দীপাবলি পারস্পরিক স্নেহ এবং ভ্রাতৃত্বের বার্তা দেয়। এই দিনে ভক্তরা সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর পুজো করেন।আমি সকলকে নিরাপদে, দায়িত্বশীলভাবে এবং পরিবেশবান্ধব উপায়ে দীপাবলি উদযাপন করার আহ্বান জানাচ্ছি। এই দীপাবলি সকলের জন্য সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক।’
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁর শুভেচ্ছাবার্তায় ভারতীয়দের সৃজনশীলতাকে উদযাপন করতে দেশবাসীকে স্বদেশী জিনিস কেনার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি লেখেন, ‘দীপাবলির শুভেচ্ছা। আলোর এই উৎসব আমাদের জীবনকে সম্প্রীতি, সুখ এবং সমৃদ্ধিতে আলোকিত করুক। আমাদের চারপাশে ইতিবাচকতার চেতনা বিরাজ করুক।’





