Header AD

ধাপায় ৭৩ হেক্টর কৃষিজমি অধিগ্রহণ করে অত্যাধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়বে কলকাতা পুরসভা

ধাপা পাম্পিং স্টেশনের কাছে নতুন একটি বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি করতে চলেছে কলকাতা পুরসভা। বর্তমান ডাম্পিং সাইটের ওপর থেকে চাপ কমানো এবং বর্জ্য প্রক্রিয়াকরণে আধুনিক ব্যবস্থা গড়ে তোলাই এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। এই প্রকল্পটির জন্য প্রায় ৭৩ হেক্টর কৃষি জমি অধিগ্রহণ করার পরিকল্পনা রয়েছে পুরসভার।
১৯৮৭ সালে চালু হয়েছিল ধাপা ডাম্পিং সাইট। প্রতিদিন প্রায় পাঁচ হাজার টন বর্জ্য গ্রহণ করে, যা এর ধারণ ক্ষমতার দ্বিগুণ। ভবিষ্যতে আরো চাপ বাড়বে। পরিবেশ বিদদের মতে, সময় মত ধাপা সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ না হলে বড়সড়ো বিপর্যয় ঘটে যাওয়া অস্বাভাবিক নয়। ফলে এই প্রকল্প বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
প্রশাসন সূত্রে খবর, পুরসভায় ইতিমধ্যেই ধাপে ধাপে জমিতে বেড়া দেওয়া শুরু করেছে। ক্ষতিপূরণ প্রক্রিয়া শুরুর কাজও চলছে। তিন দফায় ক্ষতিপূরণের চেক পাবেন মোট ৮৮৩ জন কৃষক। ইতিমধ্যেই ২৫০ জন কৃষক ক্ষতিপূরণ বাবদ চেক হাতে পেয়েছেন। পুরসভা সূত্রে খবর এই খাতে প্রায় ৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পুরসভার এক আধিকারিকের কথায়, ‘ধাপার ভঙ্গুরতা নিয়ে ইতিমধ্যেই একটি রিপোর্ট রাজ্য সরকারকে জমা দেওয়া হয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেটা মাথায় রেখে পুরসভা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। অধিগ্রহণ করা ওই ৭৩ হেক্টর জমিতে মেটেরিয়াল রিকভারি প্ল্যান্ট, সিএনজি ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হবে। এর পাশাপাশি একটি বৃহৎ গার্বেজ-টু-সার প্ল্যান্টও তৈরীর পরিকল্পনা রয়েছে।’