Header AD

প্রয়াত বলিউডের কৌতুক অভিনেতা সতীশ শাহ

গোবর্ধন আসরানি, পীযূষ পাণ্ডের প্রয়াণের শোকের রেশ কাটতে না কাটতেই শনিবার বিকেলে  ফের শোকের ছায়া বলিউডে। প্রয়াত জনপ্রিয় কৌতুক অভিনেতা সতীশ শাহ। দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। কিছু দিন আগে তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। তবে সব লড়াই শেষ হল ২৫ অক্টোবর দুপুর আড়াইটে নাগাদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে, কিন্তু শেষরক্ষা হয়নি। বয়স হয়েছিল ৭৪ বছর। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন জনি লিভার। আপাতত তাঁর দেহ রাখা হবে হাসপাতালেই। অন্ত্যেষ্টিক্রিয়া হবে রবিবার।

প্রায় চার দশকের দীর্ঘ  অভিনয় জীবন সতীশের। তিনি পরিচিতি পান ‘জানে ভি দো ইয়ারো’ ছবির মাধ্যমে। তাঁর অভিনীত চরিত্র এখনও দর্শকের মনে গেঁথে রয়েছে। সূরজ বরজাতিয়া থেকে ফারহা খান, রাকেশ রোশন— বলিউডের প্রায় সব তাবড় পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। সলমন খানের প্রথম ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’র সময় থেকে শুরু করে ‘হম আপকে হ্যায় কৌন’, ‘হম সাথ সাথ হ্য়ায়’— একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। এ ছাড়াও ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে হৃতিক রোশনের বাড়িওয়ালার চরিত্রে হোক কিংবা ‘ম্যায় হুঁ না’ ছবিতে অধ্যাপকের চরিত্রে, সর্বত্র নিজের একটা ছাপ রেখে গিয়েছেন তিনি। এছাড়া অসংখ্য ধারাবাহিকেও কাজ করেছেন। আপামর টেলি দর্শকের কাছে তিনি ‘সারাভাই’ হয়ে থেকে যাবেন।