Header AD

ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে গয়না ছিনতাই বরানগরে! প্রতারণার অভিযোগ তুলে থানায় ব্যবসায়ী

পুলিশই হয়ে উঠেছে ছিনতাইবাজ ! তবে আসল পুলিশ নয়, নকল পুলিশ। অর্থাৎ ভুয়ো পুলিশ সেজে ব্যবসায়ীর গয়না নিয়ে উধাও হলেন দুই যুবক। ঘটনা বরানগরের। সেখানকার এক স্থানীয় ব্যবসায়ী প্রতারণার ফাঁদে পড়েছেন অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন।  

পুলিশ সূত্রে খবর, বরানগরের কাশীপুর রোডের বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম রাজেন্দ্র সাউ। কালীতলা মাঠ লাগোয়া তাঁর একটি হার্ডওয়ারের দোকান রয়েছে। গত ২১ তারিখ সকাল ১০টা নাগাদ তিনি স্কুটি চালিয়ে দোকানে যাচ্ছিলেন। বরানগর সেন্ট্রাল মডেল স্কুল লাগোয়া রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি আচমকা তাঁর পথ আটকায়। নিজেদের বরানগর থানার অফিসার বলে পরিচয় দিয়ে বলে তারা রাস্তায় পোস্টিংয়ে রয়েছে। একজন ডায়েরিতে রাজেন্দ্রবাবুর নাম ও ঠিকানা লিখতে থাকে। অপরজন স্কুটির কাগজপত্র চেক করতে শুরু করে। এরপরই তারা ব্যবসায়ীর পরে থাকা আংটি ও গলার সোনার গয়না খুলতে বাধ্য করে। সেগুলি একটি খাম দিয়ে তাতে রাখতে বলে। তারপর পুলিশ পরিচয় দেওয়া সেই দুই ব্যক্তি খাম মুড়িয়ে স্কুটির ডিকি খুলতে বলে তাতে রেখে দেয়। তখনই হাতের কারসাজিতে সোনার গয়না ভরা খাম বদলে পাথর ভর্তি একটি খাম ডিকিতে ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। পরে ওই ব্যবসায়ী স্কুটিতে রাখা সাদা খাম খুললেই কেপমারি হয়েছে বুঝতে পেরে থানায় যান।

রাজেন্দ্র সাউকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনের পাশাপাশি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।