Header AD

দক্ষিণ কলকাতায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় আগুন, নথিপত্র ক্ষতির আশঙ্কা গ্রাহকদের

ফের অগ্নিকাণ্ড কলকাতায়! বুধবার সকালে গড়িয়াহাট রোডে ঢাকুরিয়া সেতুর কাছাকাছি একটি তিনতলা বাড়িতে আগুন লাগে।একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা রয়েছে ওই বাড়িতে। স্থানীয় বাসিন্দারা সকাল ৬টার পর ওই বাড়ি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বেরতে দেখেন । তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। জনবহুল এলাকায় এই ঘটনা ঘটায় আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। দমকলের ছ’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে কিছুক্ষণের চেষ্টায় । তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।

সূত্রের খবর, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের একাংশ। নথিপত্র এবং লকারে থাকা জিনিসপত্রের কোনও ক্ষতি হয়েছে কি না, তাও জানতে চান তাঁরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে অবশ্য জানানো হয়েছে, আপাতভাবে লকারে থাকা জিনিসপত্রের কোনও ক্ষতি হয়নি। তবে নথিপত্রের কোনও ক্ষতি হয়েছে কি না, তা ভালো করে যাচাই করার পরে স্পষ্ট হবে। ঘটনাস্থলে গিয়েছেন ব্যাঙ্কটির ওই শাখার ম্যানেজার। গিয়েছেন ৯২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুছন্দা দেবও। যখন আগুন লাগে তখন ব্যাঙ্ক বন্ধ ছিল। তাই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।

দিন কয়েক ধরে শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গত সোমবার দুপুরে বেলতলার পেয়ারাবাগান বস্তিতে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। এই ঘটনায় গুরুতর জখম হন অন্তত আট জন, যাদের মধ্যে দুই শিশুও ছিল। তার ঠিক এক দিন আগে, অগ্নিকান্ডের ঘটনা ঘটে মানিকতলার একটি কারখানায় ।