মিনি স্কার্ট বা ওই জাতীয় কোনও ছোট পোশাক পরে ঢোকা যাবে না দার্জিলিং(Darjeeling)-এর মহাকাল মন্দিরে। বৃহস্পতিবার মন্দিরের বাইরে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে মহাকাল মন্দির পুজো কমিটি। তাতে পরিষ্কার লেখা রয়েছে মিনি স্কার্ট এর মত ছোট পোশাক পড়ে মহিলারা এই মন্দিরে পুজো দিতে যেতে পারবেন না। কেউ এই জাতীয় পোশাক করে এলে, মন্দির কমিটির কাছ থেকে মজুত রাখা ঘাগড়া নিয়ে সেটা পরে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দির কমিটির এই বিজ্ঞপ্তির ফলে পর্যটক ও স্থানীয় মানুষদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
দার্জিলিংয়ে ম্যালের থেকে আরেকটু উপরে মহাকাল মন্দিরে পুজো দেওয়া পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় বিষয়। নিত্যদিন এই মন্দিরে পূজা দেওয়ার জন্য প্রচুর ভক্তের সমাগম হয়। আর সেখানেই কি না মহিলাদের জন্য চালু হল পোশাকবিধি।
এর আগে দেশের নানা মন্দিরে পোশাক বিধি চালু হওয়া নিয়ে অনেক সময় বিতর্ক হয়েছে। তবে বাংলার কোনও মন্দিরের ক্ষেত্রে এই নিয়ম এটাই প্রথম। এই নিয়মের ফলে অনেকের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। একাংশ মনে করছেন পোশাক বেঁধে চালু হওয়ার কারণে মন্দিরে ভক্ষণ সমাগম হ্রাস পাবে। আবার কেউ কেউ এসে সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, মন্দির কমিটি নিজস্ব নিয়ম চালু করতেই পারে।





