পুরসভার ময়লার গাড়ির চেনা পরিচিত বাঁশির শব্দ আর শুনতে পাওয়া যাবে না। এবার থেকে গান শুনিয়ে গৃহস্থের বাড়ি থেকে ময়লা সংগ্রহ করতে চলেছে কলকাতা পুরসভা। শহর জুড়ে চলা বর্জ্য পদার্থ সংগ্রহের ব্যবস্থায় কিছু নতুনত্ব আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ময়লা তোলার জন্য ব্যবহৃত ব্যাটারি চালিত ছোট গাড়িগুলিতে সাউন্ড বক্স বসানো হবে। সেই বক্সে চলবে গান, সঙ্গে থাকবে শহর ও বাড়ি পরিষ্কার রাখার সতর্ক বার্তাও। পুর কর্তৃপক্ষের দাবি, দীর্ঘ দিন ধরে বাঁশির একঘেয়ে শব্দে নাগরিকদের বিরক্তিটা বাড়ছিল। তাই এ বার সুরেলা উপায়ে সকাল শুরু করতে চায় কলকাতা পুরসভা। আপাতত পরীক্ষামূলক ভাবে কয়েকটি গাড়িতে সাউন্ড বক্স লাগিয়ে এই প্রকল্প শুরু করার পরিকল্পনা রয়েছে পুরসভার।
উল্লেখ্য, এখনও পর্যন্ত সব গাড়িতে এই পরিকল্পনা মাফিক কাজ হয়নি। প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে গান বাজানো গাড়ি চালানো হবে। গাড়িটি প্রতি দিন বা সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন পাড়ায় পাড়ায় ঘুরে বর্জ্য সংগ্রহ করবে। বাকি গাড়িগুলিতেও ভবিষ্যতে পেনড্রাইভের মাধ্যমে গান চালানোর ব্যবস্থা করা যেতে পারে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার আধিকারিকেরা। পুর কর্তৃপক্ষ সুত্রে খবর, এইভাবে গানের মাধ্যমে নাগরিকদের উৎসাহিত করা যাবে, যাতে তাঁরা প্রতিদিন পুরসভার গাড়িতে ময়লা জমা দেন। প্রসঙ্গত, এর আগেও বহুবার ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধের প্রচারে গান-এর ব্যবহার করে সাফল্য লাভ করেছে কলকাতা পুরসভা। পুরসভার শীর্ষ মহলের অনুমতি পেলেই শীঘ্রই কলকাতা শহরের রাস্তায় রাস্তায় সুরে সুরে ঘুরতে দেখা যাবে পুরসভার বর্জ্য সংগ্রহের গাড়িগুলি।





