Header AD

অবশেষে কলকাতা, যাদবপুরসহ রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয় পেল স্থায়ী উপাচার্য , সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অবশেষে কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আশুতোষ ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালযের চিরঞ্জীব ভট্টাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদয় বন্দোপাধ্যায়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের আবু তালেব খান, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উদয় চন্দ্রদীপ ঘোষ এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আশিস ভট্টাচার্য। গত সোমবার এই ৬ জনের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালকে উদ্ধৃত করে রাজভবনের মিডিয়া সেল বুধবার সমাজমাধ্যমে এই তালিকা প্রকাশ করে। এক্স হ্যান্ডেলের নবনির্বাচিত উপাচার্যদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, আজ ছয়টি সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম পছন্দের উপাচার্যরা নির্বাচিত হলেন।

এই সবকটি বিশ্ববিদ্যালয়ে এতদিন অস্থায়ী উপাচার্যরাই দায়িত্বভার সামলাচ্ছিলেন। রাজ্য সরকারের প্রস্তাবে রাজ্যপালের অনুমোদন ছাড়া স্থায়ী উপাচার্য নিয়োগ সম্ভব নয়। এতদিন এই নিয়েই টানাপোড়েন চলছিল। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। রাজ্যের প্রস্তাবে অনুমোদন দিয়ে এই জটিলতা অবসানের জন্য রাজভবনকে বলেছিল শীর্ষ আদালত। অবশেষে বুধবার থেকে সেটাই কার্যকর হল।