Header AD

SIR -এর আগেই বিজেপির ও নির্বাচন কমিশনের যৌথ কেলেঙ্কারি ফাঁস করলো তৃণমূল কংগ্রেস

  এস আই আর(SIR) শুরুর আগেই রাজ্যের একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ছে বৈধ ভোটারদের । এই মারাত্মক অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস । বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে বিজেপি ও নির্বাচন কমিশনের মিলিজুলি আঁতাতের অভিযোগ আরও একবার তুলে ধরেছে তৃণমূল । মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ  একটার পর একটা উদাহরণ তুলে ধরে দেখিয়ে দেন কীভাবে ২০০২ সালের ভোটার তালিকার হার্ডকপিতে নাম থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের আপলোড করা অনলাইন তালিকায় ভোটারদের নাম বাদ পড়েছে । তৃণমূলের অভিযোগ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একাধিক এলাকায় বুথে বুথে কয়েকশো করে ভোটারের নাম বাদ গিয়েছে । তৃণমূলের প্রশ্ন এই ভোটাররা গেলেন কোথায়?। অশোকনগরের বুথ নাম্বার ১৫৯ এবং বুথ নাম্বার ৬১ থেকে কয়েকশ ভোটারের নাম বাদ পড়ায় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন অশোকনগর এর বিধায়ক নারায়ণ গোস্বামী । তৃণমূলের তরফে সার্বিকভাবে পদক্ষেপ করার কথা জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষ। তৃণমূলের অভিযোগ,  “বিজেপির পার্টি অফিসে বসে এই ভয়ংকর পরিকল্পনা ও চক্রান্ত হচ্ছে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে তা প্রয়োগ করা হচ্ছে।“ কোচবিহার থেকে কাকদ্বীপ দলের সর্বস্তরের নেতা কর্মীদের  বার্তা দিয়ে তৃণমূলের তরফে কুণাল বলেন, “প্রতিটা বুথে নজর রাখুন। প্রয়োজনে বারবার বাড়ি বাড়ি যান। একজন বৈধ ভোটারের নামও যাতে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে ।“

এদিন  নথি হাতে একের পর এক প্রমাণ দাখিল করেন তৃণমূল নেতৃত্ব। তার মধ্যে সবচেয়ে বড় কেলেঙ্কারির অভিযোগ উত্তর ২৪পরগনার অশোক নগর বিধানসভা এলাকায় গুমায়। গুমার ১৬৯ নাম্বার বুথের কোন ভোটারই নেই বলে নির্বাচন কমিশনের অনলাইন সাইটে দেখা যাচ্ছে অথচ সেই বুথে ৯০০ জন ভোটার রয়েছে ।তাহলে এরা গেলেন কোথায় ? আলিপুরদুয়ারের মাঝেরডাবরিতে বিএলও-এর বাবা, মা ও ভাইয়ের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মাথাভাঙ্গা বুথ নাম্বার ১৬০ বুথ নম্বর  ২০০২ সালের ভোটার তালিকায় ৮৪৬জন ভোটার ছিলেন।     এখন ২/২৪৪- সেখানে ৪১৭ থেকে ৮৪১ নাম্বার পর্যন্ত কোন ভোটারের নাম নেই। এভাবেই দিকে দিকে ধরা পড়ছে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিনব কৌশল । কুণাল ঘোষের স্পষ্ট অভিযোগ, “যেভাবে বিজেপি নেতারা SIR শুরুর আগে থেকেই বলে দিচ্ছে বাংলায় এক কোটি ভোটারের নাম বাদ পড়বে তাহলে কি এই কৌশলে নাম বাদ দেওয়ার খেলা চলছে। যে কাজ করা হয়েছে অন্যান্য রাজ্যেও ।“