Header AD

কলকাতা মেডিক্যালে জুনিয়র চিকিৎসককে হেনস্তার অভিযোগ, বিক্ষোভ পড়ুয়াদের

ফের কলকাতা মেডিক্যাল কলেজের(Calcutta Medical College) নিরাপত্তার দাবিতে বিক্ষোভে শামিল হলেন পড়ুয়ারা। রাতে হাসপাতালের জরুরি বিভাগের এক মহিলা ইন্টার্নকে হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠল। মত্ত অবস্থায় ওই রোগী হাসপাতালে এসেছিলেন এবং জরুরি বিভাগে থাকা ইন্টার্নকে কুকথা বলেন। এমনকী জরুরি বিভাগের গেটের বাইরে পুলিশ থাকা সত্ত্বেও তারা নিস্ক্রিয় ছিল বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এবং কলেজের নিরাপত্তার নিশ্চিত করার দাবিতে ডাক্তারি পড়ুয়ারা প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ দেখান।

কলকাতা মেডিক্যালের জুনিয়ার চিকিৎসক পড়ুয়াদের দাবি, দিনের পর দিন পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যেতে হচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্যাকর্মীদের। পুলিশ থাকা সত্ত্বেও লাভ হচ্ছে না। এমনকী একাধিক জরুরি ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম জরুরি বিভাগে থাকে না এমনটাই অভিযোগ জানিয়েছেন তাঁরা।

এই ঘটনার পরে হাসাপাতালের চিকিৎসক-পড়ুয়ারা কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন। মিলেছে একাধিক আশ্বাস। প্রশ্ন উঠছে কেন পুলিশ থাকতেও হাসপাতালের মধ্যে এমন ঘটনা ঘটল? আরও বড় কিছু ঘটে গেলে তার দায়ভার কে নিতেন? পড়ুয়াদের দাবি, তাঁদের বিক্ষোভের চাপে পড়ে জরুরি বিভাগে দীর্ঘ দিনের অকেজো একটি যন্ত্র তড়িঘড়ি চালু করে দেওয়া হয়েছে।