মঙ্গলবার এসআইআর এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মেগা মিছিলে অংশ নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহামিছিল শেষ করে মঞ্চ থেকেই বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরই মাঝে সময় বের করে ইও কলকাতা চ্যাপ্টার এর একটি শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেই সংক্রান্ত কিছু ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেই নিমেষে ভাইরাল হয়।
অভিষেক যে ফিটনেস ফ্রিক সে কথা সকলেই জানেন। ওই অনুষ্ঠানে গিয়েও তার পুশ আপের ছবি অনুরাগীদের সঙ্গে ওই পোস্টেই ভাগ করে নিয়েছেন তিনি। আর তাতে লাইক আর কমেন্টের বন্যা।অনুষ্ঠানের বেশকিছু ছবি পোস্ট করে অভিষেক লেখেন, আজ বাংলার শিল্প উদ্যোগমুখী কিছু মানুষের সঙ্গে দেখা করার সৌভাগ্য হল। তাদের সঙ্গে আলোচনায় নিশ্চিত হলাম বাংলা একটি অর্থনৈতিক নবজাগরণের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিকাঠামো, উদ্ভাবনি শক্তি ও প্রশাসনে বাংলার অগ্রগতি নিয়েও কথা হয়েছে। বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাকে কিভাবে আরও কাজে লাগানো যায় তা নিয়েও আমরা আলোচনা করেছি। শিল্প এবং সরকার সহযোগী বা অংশীদার, সমান্তরাল সত্তা নয়। সকলে মিলে আমরা উন্নয়নের অভিমুখে এগিয়ে যাব। আর এটা করতে পারলে বিশ্ব বাজারেও আমরা অনায়াসে দাপট দেখাতে পারব। আমাদের সকলের লক্ষ্য এমন এক বাংলা গড়ে তোলা যেখানে সুযোগ তৈরি হবে, উদ্যোগপতিরা বিনিয়োগে উৎসাহিত হবেন। তবেই আগামী দশকে দেশের অগ্রগতিতে বাংলা অবদান রাখতে পারবে।”





