Header AD

নিজের বাড়িতেই আচমকা অসুস্থ গোবিন্দা, ভর্তি করা হল হাসপাতালে

মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন গোবিন্দা। নিজের বাড়িতেই  এদিন রাতে  হঠাৎ তিনি জ্ঞান হারান । দ্রুত জুহুর সাবার্বান হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় । অভিনেতার চিকিৎসা শুরু হয় ইমার্জেন্সি কেয়ার ইউনিটে। ইতিমধ্যেই তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন অনেকেই। 

গোবিন্দার টিম এদিন তাঁর স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। গোবিন্দার আইনি উপদেষ্টা তথা বন্ধু ললিত বিন্দল জানান, মঙ্গলবার রাত ১টা নাগাদ গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে  বাড়িতেই শুরু হয় প্রাথমিক চিকিৎসা। আপাতত চিকিৎসকের পরামর্শেই রয়েছেন অভিনেতা। ইতিমধ্যেই বিভিন্ন স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে তাঁর, অপেক্ষা এখন সমস্ত রিপোর্ট হাতে পাওয়ার। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।  তবে অভিনেতার ঠিক কী হয়েছে সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট ভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, অসুস্থ ধর্মেন্দ্রকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন গোবিন্দা। সেদিন তাঁকে দেখে ফেরার পরে আচমকা  নিজেই রাতে অসুস্থ হয়ে পড়েন । বেশ কয়েক মাস ধরেই গোবিন্দা ও তাঁর স্ত্রীর দাম্পত্য জীবন নিয়ে চর্চা চলছে।

গত বছর কলকাতায় একটি অনুষ্ঠানে আসার আগে আচমকাই অক্টোবর মাসে পায়ে গুলি লাগে গোবিন্দার। নিজের লাইসেন্সড রিভলভার থেকে  আচমকাই  গোবিন্দার পায়ে গুলি লেগেছিল।  অস্ত্রোপচার করে  পা থেকে চিকিৎসকরা গুলি বের করেন। সেইসময় বেশ অনেকটা রক্তক্ষরণ হওয়ায় আইসিইউতেও ছিলেন তিনি। তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল ওই ঘটনায়। বছর ঘুরতেই আবারো  হাসপাতালমুখি হওয়া নিয়ে বেশ চিন্তায় পড়েছেন তাঁর অনুরাগীমহল।