Header AD

আবার সেরার স্বীকৃতি, জলশক্তি মন্ত্রকের বিচারে শীর্ষস্থান পেল বাংলা

আবার সেরার শিরোপা পেল বাংলা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারের আরও একটি প্রকল্পকে সেরা ঘোষণা করা হল। কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের বিচারে  ২০২৪ সালের ষষ্ঠ জাতীয় জল পুরস্কার পাচ্ছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) এদিন এক্স হ্যান্ডেলে এই সুখবর  দিয়েছেন। এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকলকে মুখ্যমন্ত্রী আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, রাজ্য সরকারের নবদিগন্ত টাউনশিপ অথোরিটি(এনডিআইটিএ) জল সংরক্ষণ এবং পরে সেই সংরক্ষিত জল পরিষেবার আকারে বাসিন্দাদের মধ্যে পৌঁছে দেওয়ার কাজ শুরু করে। সেই কাজই এবার কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পেল। এবার কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রক রাজ্য সরকারের নবদিগন্ত টাউনশিপ অথোরিটি(এনডিআইটিএ)কে সেরার শিরোপা দেওয়ার কথা ঘোষণা করেছে। ২০২৪ সালের এই তালিকা ঘোষণা হয়েছে। সেখানেই প্রথম স্থানে আছে বাংলা। আগামী ১৮ নভেম্বর এই পুরষ্কার দেওয়া হবে বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সেই সুখবর এক্স হ্যান্ডেলে  জানিয়েছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, “ সুসংহত জল সরবরাহ এবং নাগরিক সুযোগ সুবিধার প্রতি আমাদের যে দায়বদ্ধতা তারই স্বীকৃতি এই সম্মান। যারা এটি সম্ভব করেছেন তাদের সকলকে এবং সকল অংশীদারদের আন্তরিক অভিনন্দন।”

প্রসঙ্গত, রাজ্যে একাধিক প্রকল্প চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। বাংলার কন্যাশ্রী প্রকল্প বিশ্ববন্দিত। জলসম্পদকে ধরে রাখা ও মানুষের ব্যবহারের জন্যও মুখ্যমন্ত্রী ভাবনাচিন্তা শুরু করেছিলেন। বৃষ্টির জল ধরে পরে সেটি ব্যবহারের বার্তা দেন মুখ্যমন্ত্রী। ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পে পুকুর, জলাশয়, খনন করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কৃষিকাজের পাশাপাশি মাছচাষও হচ্ছে সেই সংরক্ষিত জলে। এবার সেই জল সংরক্ষণ প্রকল্পই সেরার শিরোপা এনে দিল রাজ্যকে।