Header AD

সিঁথির মোড়ে লড়ির ধাক্কায় মৃত্যু এক স্কুটার আরোহীর

এক স্কুটারচালকের মৃত্যু হল ট্রাকের ধাক্কায় । মঙ্গলবার রাত ১০টা নাগাদ দমদমের সিঁথির মোড়ের কাছে বিটি রোডের উপরে ঘটে দুর্ঘটনাটি । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। কিছুক্ষণের জন্য  যানজটেরও সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা তদন্ত করে খতিয়ে দেখছেন তাঁরা। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেপরোয়া গতি এবং রেষারেষির কারণেই এই দুর্ঘটনাটি   ঘটেছে বলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিঁথির মোড়ের কাছে বিটি রোডে একটি লরির সঙ্গে এক স্কুটারের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ওই স্কুটারচালকের মৃত্যু হয় । ইতিমধ্যেই হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।