Header AD

ভালো আছেন ধর্মেন্দ্র! স্বামীর স্বাস্থ্য সম্পর্কে জানালেন হেমা মালিনী

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন শোলের ‘বীরু’ ধর্মেন্দ্র। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি। বুধবার তাঁর বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে চিকিৎসক প্রতীত সমদানি জানিয়েছিলেন যে, ধর্মেন্দ্রর অবস্থা স্থিতিশীল। এই মুহূর্তে বাড়ি থেকেই তাঁর সমস্ত চিকিৎসা চলবে।

বুধবার সকালেই তাঁর বাড়ি ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর পরিবারসহ অনুরাগী মহল।  বাড়ি ফেরার পর বলিউডের “ড্রিমগার্ল” তথা  ধর্মেন্দ্র-র স্ত্রী হেমা মালিনী এবার তাঁর স্বাস্থ্য সম্পর্কে জানালেন। হেমা জানান, “এটা আমার এবং আমাদের পরিবারের জন্যও অত্যন্ত কঠিন একটা সময়। ধর্মেন্দ্রর সন্তানরাও খুবই দুশ্চিন্তায় রয়েছে। তবে হাসপাতাল থেকে উনি বাড়ি ফিরেছেন । আমি এতে নিশ্চিন্ত হতে পেরেছি। পরপর বিনিদ্র রাত কেটেছে আমাদের। পরিবার ও প্রিয়জনদের থাকার প্রয়োজন তাঁর কাছে। এখন সবটাই ঈশ্বরের হাতে। আপনারা ওনার দ্রুত আরোগ্য কামনা করবেন।”

অসুস্থ হয়ে ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। তাঁর অসুস্থতার খবরে চিন্তিত হয়ে পড়েছিল বলিউড থেকে সাধারণ মানুষ।এমনকি সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়ে। ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই এক্স হ্যান্ডেলে ক্ষুব্ধ হয়ে হেমা মালিনী লেখেন, “যা ঘটেছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল চ্যানেলগুলি কীভাবে একজন ব্যক্তিকে নিয়ে মিথ্যে খবর ছড়াতে পারে? যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন। এটা অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। দয়া করে এই কঠিন সময়ে পরিবারের প্রতি যথাযথ সম্মান বজায় রাখুন। আর আমাদের একান্তে থাকতে দিন।”