Header AD

ওড়িশায় শ্রেয়া ঘোষালের লাইভ কনসার্টে বিপত্তি, ব্যারিকেড ভেঙে শিল্পীর কাছে পৌছনোর চেষ্টা, লাঠিচার্জ পুলিশের

ওড়িশার কটকে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রেয়া ঘোষালের বালি যাত্রা গ্রাউন্ডে অনুষ্ঠান ছিল। বহু মানুষ ভিড় জমিয়েছিলেন সংগীত শিল্পীর লাইভ কনসার্ট শোনার জন্য। তবে শো এর মাঝেই ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। ভিড়ের মাঝে ঠেলাঠেলিতে অসুস্থ হয়ে পড়লেন দুই শ্রোতা। দ্রুত তাঁদেরকে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।


ভারতের অন্যতম খ্যাতনামা সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তাঁর সুরেলা কণ্ঠের জাদুতে মুগ্ধ আট থেকে ৮০। শ্রেয়ার লাইভ শো শোনার জন্য মুখিয়ে থাকেন তাঁর অনুরাগীরা। বৃহস্পতিবার শো চলাকালীন আচমকা দর্শকদের ভিড়ের মাঝ থেকেই শুরু হয় গোলমাল। ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতের বাইরে বেরিয়ে যেতে থাকে। ঘটনাস্থলেই দুজন শ্রোতা জ্ঞান হারান। পুলিশ সূত্রে খবর, হতাহতের এখনও কোনও খবর নেই। তবে ভিড় এতটাই ছিল যে পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গিয়েছিল। তবে সময়মতো তা সামাল দেওয়া হয়। শ্রেয়ার মঞ্চের সামনেই ব্যারিকেড ভেঙে তাঁর কাছাকাছি যেতে চান অনুরাগীরা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ। লাঠিচার্জও করা হয় বলে খবর।