Header AD

SIR-এর কাজে ব্যস্ত শিক্ষক, পড়াশোনা লাটে তুলে বন্ধ স্কুল

টানা প্রায় নয়দিন ধরে তালা বন্ধ অবস্থায় রয়েছে স্কুল। নদিয়ার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের নৃসিংহপুর তেওয়ারি মাঠ নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক মাত্র তিনজন। তিনজনই ব্যস্ত বাংলায় চলতি এসআইআর কর্মসূচির কাজে। যে কারণে লাটে উঠেছে পঠনপাঠন। এই ঘটনা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। তাঁদের অভিযোগ, পুজোর পর স্কুল খোলা হলেও পঠন-পাঠন সেভাবে হচ্ছিল না। এর মধ্যেই টানা নয়দিন স্কুল বন্ধে প্রশ্নের মুখে পড়ুয়াদের ভবিষ্যৎ। যদিও ওই স্কুলে ছাত্র ছাত্রীর  সংখ্যা খুবই কম । বিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের স্কুলমুখী করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিলেও  আশার আলো তেমনটা দেখা যায়নি বলে অভিযোগ। এর মধ্যেই টানা স্কুল বন্ধে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা।

তবে স্থানীয় পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো দীর্ঘদিন স্কুল বন্ধের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। তাঁর কথায়, ”এসআইআর সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতেই পারেন, কিন্তু বিদ্যালয় বন্ধ রাখার বিষয়টি প্রশাসনকে জানানো উচিত ছিল।“ এই বিষয়ে বিডিওর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে বিষয়টি স্কুল পরিদর্শককে জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তবে ওই স্কুল পরিদর্শক জানিয়েছেন, ”অভিভাবকদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেই গত চার তারিখেই উচ্চ আধিকারিকদের ইমেল করে বিস্তারিত জানানো হয়েছিল।”