Header AD

রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রা ডাহা ফেল! বিহারে বেহাল দশা কংগ্রেসের

বিহারে রেকর্ড আসন পেয়ে পুনরায় বিধানসভা গঠন করতে চলেছে এনডিএ জোট। জেডিইউ-কে (JDU) পিছনে ফেলে বিহারের একক সংখ্যাগরিষ্ঠ দল হতে চলেছে বিজেপি। শুধু এখানেই শেষ নয়। বিহারের ভোটের অঙ্কে কার্যত তলানিতে কংগ্রেস ফলাফল। এই হার রাহুল গান্ধী (Rahul Gandhi)তথা কংগ্রেসের (Congress)কাছে অত্যন্ত লজ্জার। নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, রাহুলের ভোটার অধিকার যাত্রা যে ১১০ আসনকে ছুঁয়ে গিয়েছে সেখানে কোনও আসনে নির্বাচনের ফল তাঁদের পার্টির পক্ষে নেই।

জানা গিয়েছে, রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা শুরু হয় সাসারামে এবং শেষ হয় পাটনায়। প্রায় ২৫ জেলা এবং ১১০ আসন আসনের উপর দিয়ে যায় এই যাত্রা। বিহারের অন্দরে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার পথ পরিক্রমা করেন রাহুল। কংগ্রেস আশা করেছিল রাহুলের এই ভোটাধিকার যাত্রা তাঁদের ভোট ব্যাঙ্ক অনেকটাই বাড়াবে। কিন্তু ফল হল ঠিক তার উল্টো। ভোট গণনায় দেখা যাচ্ছে এই যাত্রাপথের একটিও আসনের ফল কংগ্রেসের পক্ষে নেই। এখনও পর্যন্ত বিহারে কিষণগঞ্জ এবং মণিহারি- মাত্র দুটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।

কংগ্রেসের দাবি, রাহুল গান্ধীর পূর্বাবর্তী যাত্রাগুলি ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০২৩ সালের তেলঙ্গানা নির্বাচনে তাদের ভালো পারফরম্যান্স করতে সাহায্য করেছিল। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে রাহুল যে দুটি ‘ভারত জোড়ো’ যাত্রা করেন, সেই যাত্রার ৪১টি আসন জেতে কংগ্রেস। তেলেঙ্গানায়, নির্বাচনে জিতে সরকার গঠন করেছে কংগ্রেস। কিন্তু বিহারের ফল ঠিক তার বিপরীত।

বিহারে ভোটের মুখে রাহুল গান্ধী তথা কংগ্রেস প্রচারের মূল ইস্যু হিসাবে তুলে এনেছিলেন SIR-কে, ভোটচুরিকে। যা কোনওভাবেই বিহারের স্থানীয় ইস্যু নয়। অন্যদিকে বিহার নির্বাচনের মূল ইস্যু বেকারত্ব, দলিত নির্যাতন, দুর্নীতি, সেসব পিছনে পড়ে গিয়েছে। তাছাড়া শেষবেলায় এসে তেজস্বী যে সব পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন, সেটাও বিশেষ বিশ্বাসযোগ্য হয়নি আমজনতার। আর ঠিক সেই কারণেই বিহার নির্বাচনে এমন মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস- মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, বিহারের নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতার পথে এনডিএ। বিজেপি এবং জেডিইউ দুই দলই বেশিরভাগ আসন জিতেছে। পাশাপাশি, জোট শরিকরাও ভালো ফল করেছে নির্বাচনে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) তাদের প্রতিদ্বন্দ্বিতা করা ২৮টি আসনের মধ্যে ২২টিতে এগিয়ে।