Header AD

হাওড়ায় বাইক সারানোর গ্যারাজে আগুন, ঝলসে মৃত ১

হাওড়ায় বাইক সারানোর গ্যারাজে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে মৃত্যু হল গ্যারাজের মালিক সন্দীপ দাসের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে হাওড়া আন্দুলের মৌড়িগ্রামে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাইক সারানোর সময় ওয়েল্ডিং করতে গিয়ে গ্যারাজে আগুন লেগে যায়।

আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। স্থানীয়দের একাংশের দাবি,ওই বাইকের গ্যারাজের আড়ালে বেআইনি তেলের ব্যবসা চলত। ফলে প্রচুর পরিমাণে তেল মজুত করে রাখা হয়েছিল। যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কিভাবে এই বিধ্বংসী আগুন লাগল, তা এখনো স্পষ্ট নয়।

জানা গিয়েছে, গ্যারাজের পাশেই একটি রেস্তরাঁ-সহ বেশ কয়েকটি দোকান থাকার কারণে আগুন অন্যত্র ছড়িয়ে পড়ারও আশঙ্কা ছিল। তবে দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, গোটা বিষয়টি খতিয়ে দেখতে ফরেন্সিক দল যাচ্ছে ঘটনাস্থলে।