Header AD

পরিত্যাক্ত ব্যাগ থেকে উদ্ধার মানুষের খুলি, হাড়গোড়! শোরগোল বনগাঁয়

একটি জলাজমিতে পড়ে থাকা ব্যাগ খুলতেই হতবাক পরিস্থিতি। ব্যাগ থেকে উদ্ধার হল মানুষের খুলি, হাড়গোড়। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রবল শোরগোল বনগাঁর ঢাকাপাড়া এলাকয়। উদ্ধার হওয়া মানুষের খুলি, হাড়গোড়ের খবর পেয়েই ময়নাতদন্তের জন্য তা পাঠিয়ে দেয় বনগাঁর পুলিশ। কীভাবে ওই এলাকায় এই ব্যাগটি এল? নেপথ্যে কে বা কারা রয়েছে? উদ্ধার হওয়া হাড়গুলিই বা কার? নেপথ্যে কোনও তন্ত্র সাধনার যোগ রয়েছে কি? এই সমস্ত কিছুর উওর জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র মারফত জানা গিয়েছে, বনগাঁর ঢাকাপাড়ার ২১ নম্বর ওয়ার্ডের একটা নির্দিষ্ট এলাকা দীর্ঘদিন ধরে জলমগ্ন। মাসখানেক আগেই নাকি জলের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে বিষয়টাকে গুরুত্ব দেননি কেউ প্রথমে। মঙ্গলবার সকালে হঠাৎই কয়েকজনের মনে প্রশ্ন জাগে, ব্যাগে কী আছে? এরপরই সেটি খোলার সিদ্ধান্ত নেন এলাকার বাসিন্দারা। আর খুলতেই চক্ষু চড়কগাছ! দেখেন ব্যাগে ভরা রয়েছে মানুষের খুলি, হাড়গোড়। তাতে লালকালিতে কিছু লেখাও ছিল বলে খবর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ছুটে যান পুলিশ আধিকারিকরা। উদ্ধার হওয়া জিনিস ময়না তদন্তে পাঠানো হয়েছে। এই গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে। এই বিষয় নিয়ে সেখানকার এক বাসিন্দা বলেন, “অনেকদিন ধরেই ব্যাগটা রয়েছে। তবে ভিতরে এমন কিছু থাকতে পারে ভাবিনি।”