Header AD

রক্ষণাবেক্ষণের কাজের জন্য বুধবার রাত থেকে বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন, সমস্যায়  নিত্যযাত্রীরা

বুধবার রাতের পর শিয়ালদহ শাখায় রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্র্যাফিক ব্লক (Traffic Block) এবং পাওয়ার ব্লক (Power Block) করবে পূর্ব রেল। যার কারণে বদলানো হয়েছে একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি। কিছু ট্রেন বাতিল করা হয়েছে। স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হবে। তাই যাত্রী দুর্ভোগ এড়াতে আগেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রেল কর্তৃপক্ষ। পূর্ব রেল সূত্রে খবর, ১৯ নভেম্বর বুধবার রাত ১১টা ৪৫ মিনিট থেকে ২০ নভেম্বর বৃহস্পতি বার ভোর সাড়ে ৩টে পর্যন্ত মোট ৩ ঘণ্টা ৪৫ মিনিট পর্যন্ত শিয়ালদহ ও বিধাননগর রোড স্টেশনের মধ্যে ব্রিজ নং ০১-এর লাইন নং ০৫-এ রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই এই সময়  আংশিক ভাবে বন্ধ থাকবে ট্রেন চলাচল। রেলের এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনেও এর প্রভাব পড়বে।

১৯ নভেম্বর বাতিল হওয়া চারটি ট্রেন হল- ৩২২৪৯ শিয়ালদহ – ডানকুনি লোকাল, ৩২২৫২ ডানকুনি – শিয়ালদহ লোকাল, ৩১৪৪৭ শিয়ালদহ – নৈহাটি লোকাল, ৩১৪৫০ নৈহাটি – শিয়ালদহ লোকাল। পূর্ব রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ৩১৫৪২ শান্তিপুর – শিয়ালদহ লোকাল ১৯ নভেম্বর বারাকপুর পর্যন্ত চলবে। ৩১৫১১ শিয়ালদহ – শান্তিপুর লোকাল পরদিন ২০ নভেম্বর বারাকপুর থেকেই যাত্রা শুরু করবে। বারাকপুরকে কেন্দ্র করে দু’দিকের রুটেই আংশিক পরিবর্তন আনা হয়েছে।

এছাড়া ১৩১০৬ বালিয়া – শিয়ালদহ এক্সপ্রেস ২০ নভেম্বর শিয়ালদহ পৌঁছনোর পথে ৯০ মিনিট নিয়ন্ত্রিত রাখা হবে। ৫৩১৭১ শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার বৃহস্পতিবার ভোর ৩:৪৫-এর বদলে ৪:১৫-এ শিয়ালদহ থেকে ছাড়বে। রেল সূত্রে খবর, দীর্ঘক্ষণের এই ব্লকে বেশ কয়েকটি টেকনিক্যাল কাজ শেষ করা হবে। ব্রিজ নং ০১-এর অংশ বিশেষে লাইন-পরীক্ষা, পাওয়ার কেবল বদলানো এবং সিগন্যালিং সিস্টেম চেক করার পরিকল্পনা আছে।  পূর্ব রেলের তরফে আরও জানানো হয়, জরুরি রক্ষণাবেক্ষণ না করলে বড়সড় বিপত্তি ঘটে যেতে পারে। তাই নির্দিষ্ট সময় ব্লক নিয়েই কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে যাত্রীদের বুধবার ও বৃহস্পতিবার সময়সূচি দেখে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে। বাতিল বা কমিয়ে দেওয়া ট্রেনের বিষয়ে আগে জেনে নেওয়া এবং প্রয়োজনে বিকল্প ট্রেন বা রুট ব্যবহার করার কথাও বলা হয়েছে।