Header AD

শিয়ালদহ-­কল্যাণী শাখায় নতুন এসি লোকাল, বারাসত-বনগাঁ রুটেও বাড়তি ট্রেন! খুশি যাত্রীরা

সামনেই বড়দিন ও ইংরেজি নববর্ষ। এই ফেস্টিভ মুডে শিয়ালদহ শাখার যাত্রীদের জন্য পূর্ব রেলের তরফে মিলল সুখবর। আরও এক নতুন রুটে চালু হতে চলেছে এসি লোকাল ও দুটি নতুন লোকাল ট্রেন। এছাড়াও যাত্রীদের কথা মাথায় রেখে কয়েকটি ট্রেনের যাত্রাপথ বৃদ্ধি ও রবিবারেও শিয়ালদহ- কৃষ্ণনগর রুটে এসি লোকাল চালানোর কথাও ঘোষণা করা হল। মঙ্গলবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ থেকে কল্যাণী পর্যন্ত একটি নতুন এসি ট্রেন চালানো হবে। মূলত পড়ুয়া, রোগীদের কথা মাথায় রেখে এই ট্রেনটি চালানো হচ্ছে। দুপুর নাগাদ চলবে এই ট্রেনটি। শিয়ালদহ থেকে দুপুর ৩টে ১০ মিনিটে ছাড়বে ট্রেনটি ও কল্যাণী পৌঁছবে বিকেল ৪টে ৩২ মিনিটে। কল্যাণী থেকে ট্রেনটি ছাড়বে বিকেল ৫টা ২ মিনিটে। শিয়ালদহ পৌঁছবে ৬টা ২০ মিনিটে। সোমবার থেকে শনিবার সপ্তাহে ৬দিন চলবে ট্রেনটি। যাত্রাপথে বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, বারাকপুর, শ্যামনগর, নৈহাটি ও কাঁচরাপাড়ায় থামবে।

পূর্ব রেল সূত্রে খবর, আগে সোমবার থেকে শনিবার শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল চলত। এবার থেকে তা রবিবারেও চলবে। তবে তার সময় একই থাকছে। পাশাপাশি রানাঘাট-বনগাঁ-শিয়ালদা এসি লোকাল ও শিয়ালদহ-বনগাঁ এসি লোকালও এবার থেকে গোপালনগর ও বামনগাছি স্টেশনে দাঁড়াবে বলে জানানো হয়েছে রেলের তরফে। শিয়ালদহ শাখায় এসি লোকাল নিয়ে যাত্রীদের মধ্যে উৎসাহ তুমুল। তবে বহু যাত্রী এসি লোকালের ভাড়া নিয়ে একেবারেই সন্তুষ্ট নন।  অনেকের অভিযোগ ইচ্ছা থাকলেও ভাড়া বেশি হওয়ায় তাঁরা এসি লোকালে উঠতে পারেন না।

শিয়ালদহ শাখায় এসি লোকাল ছাড়াও  দু’টি নতুন ট্রেনের কথাও ঘোষণা করেছে রেল। দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ পর্যন্ত একটি ট্রেনের কথা ঘোষণা করা হয়েছে। এই ট্রেনটি প্রতিদিন চলবে এবং ছাড়বে রাত ৮টা ০৫ মিনিটে। এছাড়াও বনগাঁ থেকে বারাসত পর্যন্ত একটি নতুন ট্রেন শুরু করা হচ্ছে। এটি ও প্রতিদিনই চলবে। ছাড়বে রাত ১০টায়। খুব দ্রুত এই নয়া পরিকল্পনা গুলি কার্যকর হবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।