Header AD

হরমনপ্রীতকে সাম্মানিক ডিলিট  দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়! ব্র্যান্ড ভ্যালু তিনগুণ বিশ্বজয়ী মহিলা ক্রিকেটারদের

ডি.লিট দেওয়া হবে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এই বিশেষ সম্মানে সম্মানিত করা হবে। বিশ্ববিদ্যালয়ের দেওয়া প্রস্তাবে ইতিমধ্যেই সায় দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। ২ নভেম্বর হরমনপ্রীত কৌরের দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্কের ক্যাচ তালুবন্দি করার সঙ্গে সঙ্গে তৈরি হয় ইতিহাস। প্রথমবার বিশ্বকাপ জয়ের ট্রফি হাতে তোলে ভারতীয় মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপ জয়ের পর হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রডরিগেজ এবং রিচা ঘোষদের ব্র্যান্ড ভ্যালু এখন আকাশছোঁয়া। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ভারত অধিনায়ক হরমনপ্রীতের ব্র্যান্ড ভ্যালু  অন্ততপক্ষে তিন গুণ বাড়তে চলেছে বলে শোনা যাচ্ছে। হরমনপ্রীতের ম্যানেজার নূপুর কাশ্যপ জানিয়েছেন এই কথা। সূত্রের খবর, বিশ্বকাপের আগে প্রায় ৮টিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন হরমনপ্রীত।

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যে সোশাল মিডিয়ায় তাঁদের ফলোয়ারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এই পরিস্থিতিতে এক সংবাদ সংস্থা  নূপুরকে বলছেন, “বিশ্বকাপের আগে ৮-১০টিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন হরমন। কিন্তু বিশ্বকাপের পর ওর ব্র্যান্ড ভ্যালু তিনগুণ হবে বলে মনে করা হচ্ছে। এমনকী যে সংস্থাগুলি খেলাধুলার সঙ্গে যুক্ত নয়, তারাও ভারত অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেছে।”তিনি আরও বলেন, “২০১৭ সালের বিশ্বকাপে ফাইনালে ওঠা ভারতীয় মহিলা ক্রিকেটকে অন্য স্তরে নিয়ে গিয়েছিল। কিন্তু আট বছর পর বিশ্বজয় মহিলা ক্রিকেট নিয়ে আগ্রহ নিমেষেই কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। স্পনসরশিপ বলুন কিংবা ব্র্যান্ডিং, এ ব্যাপারে মানসিকতার একটি বিশাল পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা।“ নুপুর আরও জানান, “অনেকেই একে অনুপ্রেরণা হিসাবে দেখছেন। আর ব্র্যান্ডগুলিও সেভাবেই দেখছে।”