‘ফেম গেম’র হাত ধরে ফের ওটিটিতে (OTT) ফিরছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Nene)। দর্শকরা তাঁকে আবারও দেখতে পাবেন নতুন একটি সিরিজে একেবারে নতুন অবতারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন সিরিজ ‘মিসেস দেশপাণ্ডে’র কথা ঘোষণা করলেন বলিউডের ‘ধকধক গার্ল’। জানা যাচ্ছে, নতুন সিরিজে নাকি প্রথমবার সিরিয়াল কিলারের ভূমিকায় দেখা যাবে মাধুরীকে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কুড়ি সেকেন্ডের টিজারে অভিনেত্রীকে দেখা যাচ্ছে একের পর এক সাজ পরিবর্তন করতে। মুখের মেকআপ মুছে ফেলতে আর এরপরই তাঁকে দেখা যায় জেলের কয়েদির লুকে । সিরিজে ‘মিসেস দেশপাণ্ডে’চরিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ঠোঁটের কোণায় লুকিয়ে রয়েছে হাসি।
নাগেশ কুকুনুরের পরিচালিত এই সিরিজে থাকবে ভরপুর রহস্যরোমাঞ্চ। ফ্রেঞ্চ থ্রিলার ‘লা ম্যান্টে’র থেকে অনুপ্রাণিত হয়েই নাকি এই সিরিজ নির্মিত বলে শোনা যাচ্ছে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে নতুন এই সিরিজ নিয়ে মাধুরী জানিয়েছিলেন, তাঁর অভিনীত চরিত্র গুলির তুলনায় মিসেস দেশপাণ্ডে অনেকটাই আলাদা। তবে খুব সচেতনভাবে যে এই চরিত্রটা বেছেছেন তিনি, এমনটা নয়। এই চরিত্রটা তাঁর কাছে আসার পর ভিন্নস্বাদের এই চরিত্রে অভিনয় করা থেকে পিছিয়ে আসার কথা ভাবতে পারেননি তিনি। খুব শীঘ্রই এই সিরিজ মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। যদিও তার দিনক্ষণ জানানো হয়নি এখনও।





