Header AD

নামই যথেষ্ট! প্রথম দিনেই বিক্রি হয়ে গেল দুবাইয়ে শাহরুখ নামাঙ্কিত বহুতলের সব দামি ফ্ল্যাট

দুবাইয়ের বুকে আকাশচুম্বী বহুতল, যার নাম ‘শাহরুখজ বাই ড্যানিয়ুব’। গত মাসেই শাহরুখের উপস্থিতিতে হয়েছে এই বাণিজ্যিক ভবনের উদ্বোধন। সেই অনুষ্ঠানে খানিক আবেগতাড়িত হয়ে পড়েছিলেন কিং খান। এবার দুবাইয়ের বুকে শাহরুখের নামাঙ্কিত সেই বহুতলই নিমেষে বুকিং সম্পূর্ণ হয়ে গেল প্রথম দিনেই। আর তা যে বহু অর্থের বিনিময়ে সেটা বলাই বাহুল্য। একেকটা ফ্ল্যাটের দাম প্রায় ৫ কোটি টাকা। আর সেই দামি বাড়ির একটিও আএর বিক্রি হতে বাকি নেই। এমনই ক্রেজ শাহরুখের!

দুবাইয়ে অবস্থিত ‘শাহরুখজ বাই ড্যানিয়ুব’ বহুতলটি শেখ জায়েদ রোডে অবস্থিত। যার মূল্য পাঁচ হাজার কোটি টাকা। আর সেই বহুতলেরই বুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দিনেই তা সম্পূর্ণরূপে বিক্রি হয়ে গিয়েছে। মঙ্গলবার রাতেই কিং খানের উপস্থিতিতে দুবাই এক্সিবিশন সেন্টারে দর্শকে ঠাসা একটি প্রেক্ষাগৃহে এই বিষয়টি ঘোষণা করেন এই প্রতিষ্ঠানের কর্ণধার রিজওয়ান সজন। অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মালাইকা অরোরা, ফারহা খান প্রমুখ।

এদিন ভরা সভায় জীবনের এমন এক প্রাপ্তি নিয়ে শাহরুখ জানিয়েছেন, আমার নামে তৈরি হওয়া একটা বহুতল। যা প্রথম দিনেই বিপুল অর্থের বিনিময়ে মানুষ কিনেছেন তা দেখে সত্যিই আমি আপ্লুত। দুবাই সবসময় আমাকে দু’হাত ভরে দিয়েছে। এখানকার মানুষ বরাবর আমাকে উষ্ণ অভ্যর্থনায় গ্রহণ করেছে। আর এবার সেই তালিকায় জুড়ল এমন আর এক বিষয় যা সত্যিই আমার  অন্যতম সেরা প্রাপ্তি।