Header AD

‘স্বরাষ্ট্রমন্ত্রী ভয়াবহ, এক চোখে দুর্যোধন, অন্যটায় দুঃশাসন’! SIR ইস্যুতে শাহকে বিঁধে ধর্নার হুমকি তৃণমূল সুপ্রিমোর

আমাদের দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। উনি ভয়ঙ্কর। এমন কোনও কাজ নেই, উনি পারেন না। ওঁর দু-চোখ দেখলেই বোঝা যায় ভয়াবহ। এক চোখে দুর্যোধন ও অপর চোখে দুঃশাসন।” SIR ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগরে দিলেন তৃণমুল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, অমিত শাহের অঙ্গুলিহেলনেই রোহিঙ্গা-বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের ওপারে পুশব্যাক করা হচ্ছে! সেই সঙ্গে তিনি গর্জে ওঠেন, “কারো নাম বাদ গেলে ধর্না দিয়ে বসে থাকব।” পাশাপাশিই শাহের মন্ত্রকের অধীন বিএসএফের ধারেকাছে না যাওয়ার পরামর্শ দিলেন নেত্রী।

বৃহস্পতিবার নদীয়ার কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। ওই সভা থেকেই ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থার অভিযোগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ফের তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। রোহিঙ্গা-বাংলাদেশি সন্দেহে বাংলার বাসিন্দাদের পুশব্যাক করা নিয়ে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, “বাংলা থেকে কাউকে তাড়ালে কী করে ফিরিয়ে আনতে হয় আমরা জানি। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না।”

এদিন তড়িঘড়ি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করা নিয়ে নির্বাচন কমিশনকেও বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন? যা ইচ্ছে করুন, কিছু করতে পারবেন না।” একজনও বৈধ ভোটারের নাম গেলে ধর্নায় বসবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বলেন,”কারও নাম বাদ দিলে ধর্না দিয়ে বসে থাকব। নাম না উঠলে ধর্না চলবে।”