Header AD

বর্ষশেষের সপ্তাহে উৎসবের মরশুমে শহরের হোটেল-নাইটক্লাব-পানশালায় বিশেষ নজরদারি করবে কলকাতা পুরসভা!

সামনেই বড়দিন ও ইংরেজি নববর্ষ। উৎসবের রাতে পার্ক স্ট্রিট থেকে সল্টলেক, গড়িয়াহাট থেকে নিউ টাউন প্রতিটি এলাকা হয়ে ওঠে বিনোদনের আকর্ষণ। ইতিমধ্যেই শহরের হোটেল, নাইট ক্লাব, রেস্তরাঁ ও পানশালাগুলিতে ডিজে নাইট, কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পার্টির প্রস্তুতি চলছে। তাই এবার শৃঙ্খলা বজায় রাখতে এবং কর ফাঁকি রুখতে কলকাতা পুরসভার বিশেষ দল ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত গোটা শহরে চালাবে বিশেষ নজরদারি।

কলকাতা পুরসভার তরফে খবর, উৎসবের বিশেষ দিনগুলিতে যে কোনও ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান করতে হলে পুরসভার কাছ থেকে অনুমতি নিতে হয়। পাশাপাশি জমা দিতে হয় নির্দিষ্ট বিনোদন কর। তবে প্রতি বছরই বেশ কয়েকটি হোটেল, অভিজাত ক্লাব  এবং কিছু পানশালা অনুমোদন ছাড়াই পার্টি আয়োজন করে থাকে। সেই কারণেই এবার আরও কড়া পদক্ষেপ গ্রহণ করছে প্রশাসন। অনুমতি ছাড়া কোনও ইভেন্টের আয়োজন কিংবা নিয়ম ভেঙে অনুষ্ঠান করা হলে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছে  তারা।

পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, “অনুমতি না-নিয়ে যদি কোনও অনুষ্ঠান হয়, কিংবা অনুমোদনের শর্ত ভেঙে আয়োজনে বাড়াবাড়ি করা হয়, তা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোটা অঙ্কের জরিমানা করা হবে। বিশেষ করে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠান চালালে কর দ্বিগুন হয়। এ সব নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে প্রতি দিন সন্ধ্যা ছ’টা থেকেই টিম রাস্তায় নামবে। নির্দিষ্ট দিনগুলিতে মধ্যরাতের পরও অভিযান চালানো হবে।”