Header AD

উন্নয়নের পাঁচালি থেকে SIR, বছরশেষে ১ লক্ষ কর্মীকে নিয়ে মেগা ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

SIR- আবহে আগামী ২৬ ডিসেম্বর, শুক্রবার দলের ৫ হাজার নেতা-কর্মীকে নিয়ে ফের ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরপর আগামী ২৮ ডিসেম্বর, রবিবার মেগা ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। এখনও পর্যন্ত সব থেকে বড় এই সাংগঠনিক বৈঠকে রাজ্য জুড়ে তৃণমূলের ১ লক্ষ নেতা-কর্মী যোগ দেবেন। থাকবেন বিএলএ ২-রাও। সেখানেই এসআইআর পর্বের পরবর্তী নির্দেশিকা দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

জানা যাচ্ছে শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গত সাড়ে ১৪ বছরের উন্নয়নের কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করবেন। যাতে আগামী দিনে বাংলা জুড়ে এই বিষয়ে প্রচার আরও জোরদার করা যায় সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। এছাড়া আলোচনায় থাকবে ‘উন্নয়নের পাঁচালি’। সব মিলিয়ে সরকারের যাবতীয় কর্মকাণ্ড নিয়ে কোচবিহার থেকে কাকদ্বীপ— একসুরে প্রচার করতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে।
তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ২৮ তারিখের ভার্চুয়াল বৈঠকে কার্যত দলকে পথনির্দেশিকা দেওয়া হবে বলেই খবর। যা পাথেয় করেই নির্বাচনী ময়দানে নামবে দল। উল্লেখ্য, নেতাজি ইনডোরে বিএলএদের সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কয়েকদিনের মধ্যেই রাজ্যের সকলকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতোই এই মেগা বৈঠক করতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই দুটি বৈঠকের প্রস্তুতি তুঙ্গে।