Header AD

SIR শুনানিতে ডাক মহম্মদ শামির! বিজয় হাজারে ট্রফিতে ব্যস্ত বাংলার পেসার জানালেন ‘পরে যাব’

আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্ব করেছেন। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা ক্রিকেট টুর্নামেন্টগুলিতে ভারতের জার্সি পরে ঝুড়ি ঝুড়ি উইকেট পেয়েছেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, সেই মহম্মদ শামি আদৌ ভারতের ভোটার তো? সারা বাংলা জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব চলছে। সেই শুনানিতে হাজিরা দিতে তলব করা হল ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামিকে। সেটাও এমন এক সময়, যখন বাংলার প্রতিনিধিত্ব করতে রাজ্যের বাইরে গিয়েছেন তারকা পেসার। বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে খেলছেন তিনি।

জানা গিয়েছে, সোমবার এসআইআর-এর শুনানির জন্য ডাকা হয়েছে ক্রিকেটার শামিকে। বর্তমানে মহম্মদ শামি রাসবিহারী বিধানসভার অন্তর্ভুক্ত কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার। সেখানকার ভোটার হিসাবে নথিভুক্ত রয়েছে তারকা পেসারের নাম। কিন্তু বর্তমানে রাজকোটে বাংলার হয়ে ক্রিকেট খেলায় ব্যস্ত রয়েছেন তিনি। তাই শুনানিতে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন তারকা পেসার। পরিবারের তরফে জানা গিয়েছে, আজ সোমবার যাদবপুরের কার্জননগর স্কুলের শুনানিতে ডাকা হয়েছিল শামিকে। SIR ফর্ম ভর্তির সময় তিনি নাকি সব কলম পূরণ করেননি। তাই তাঁকে শুনানিতে ডাকা হয়েছে বলে খবর। বিজয় হাজারে ট্রফি খেলে ফেরার পর নির্বাচন কমিশনের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় নথি জমা দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন শামি।

সূত্রের খবর, আগামী ৯ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত তিনি সময় পাবেন শুনানিতে হাজিরা দেওয়ার জন্য। বিজয় হাজারে ট্রফির পরের রাউন্ডে বাংলা উঠলে ১২ জানুয়ারি থেকে ফের দলের সঙ্গে যোগ দিতে হবে তাঁকে। শামির এলাকার স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস জানান, “শামি যখন রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে ভিন্‌রাজ্যে খেলতে গিয়েছেন, তখন আমাদেরও দায়িত্ব তাঁর এসআইআর সংক্রান্ত যাবতীয় জটিলতার বিষয় তাঁকে যথাযথ ভাবে সহযোগিতা করা।” গত কয়েকদিন ধরেই একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে। কবি জয় গোস্বামী থেকে শুরু করে অভিনেতা দেব, অনির্বাণ ভট্টাচার্য-সকলকেই ডেকে পাঠানো হয়েছে। আমজনতাকেও তুমুল ভোগান্তি সহ্য করে শুনানিতে উপস্থিত থাকতে হচ্ছে।