বইপ্রেমীদের জন্য এবার বড় সুখবর। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে কেন্দ্র করে বিশেষ উদ্যোগ নিল মেট্রো কর্তৃপক্ষ। আর শুধু মেট্রো স্টেশনে নয়, বইমেলা চলাকালীন মেলা প্রাঙ্গণ থেকেই কাটা যাবে মেট্রোর টিকিট। জানা যাচ্ছে, সেন্ট্রাল পার্কে বইমেলার দুটি গেটে থাকবে মেট্রোর বুথ। সেখান থেকে ইউপিআই-এর মাধ্যমে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। মেলার জন্য থাকছে অতিরিক্ত মেট্রো। রাত ১০টা পর্যন্ত মিলবে পরিষেবা।
আগামী ২২ জানুয়ারি থেকে সল্টলেক সেন্ট্রাল পার্কে চালু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। গত সোমবার মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক বৈঠকে থেকে এই ঘোষণা করা হয়। গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে জানান, হাওড়া-শিয়ালদহ মেট্রো লাইন চালু হয়ে যাওয়ায় সহজে সল্টলেকে বইমেলায় পৌঁছনো যাবে। ফলে আশা করা যাচ্ছে, শহরতলি থেকে প্রচুর মানুষ এবার বইমেলায় ভিড় জমাবেন। সে জন্য এবার মেট্রো কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ করা হয়েছিল যাতে বইমেলায় বিশেষ পরিষেবা দেওয়া হয়। মেট্রো কর্তৃপক্ষ সেই অনুরোধে সাড়া দিয়েছেন। বইমেলা উপলক্ষ্যে বাড়তি মেট্রো চলবে। অনেক রাত পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে চালু থাকবে। যার ফলে সন্ধ্যার পর বইমেলায় গিয়ে রাত পর্যন্ত নির্ভয়েই সময় কাটাতে পারবেন বইপ্রেমীরা। ছুটিতেও এই পরিষেবা থাকবে। সেই সঙ্গে বইমেলার ১ নম্বর ও ২ নম্বর গেটে থাকছে মেট্রোর বুথ। সেখানে ইউপিআইয়ের মাধ্যমে মেট্রো যাত্রীরা টিকিট কাটতেও পারবেন। এর ফলে বইমেলা থেকে ফেরার সময় যাত্রীদের আর আলাদা করে স্টেশনে গিয়ে টিকিট কাটার ঝামেলা পোহাতে হবে না।
প্রসঙ্গত এবারে কলকাতা বইমেলা ৪৯ বছরে পা দিচ্ছে। মেলায় অংশ নিচ্ছে বিশ্বের ২০টি দেশ। এবারের মেলার থিম কান্ট্রি আর্জেন্টিনা। বিদেশি সাহিত্যে বাঙালিদের অবদান এবারের মেলায় বিশেষ গুরুত্ব পাবে। তবে গত বছরের মতো এবারও মেলায় বাংলাদেশ অংশ নিচ্ছে না। সব মিলিয়ে, বই আর যাতায়াত—দুইদিক থেকেই এবার বইমেলা আরও আকর্ষণীয় ও আনন্দের হতে চলেছে বইপ্রেমীদের কাছে।





