কয়েকমাস আগে বেলঘরিয়া রেলওয়ে ফ্লাইওভারের গার্ডারের ত্রুটি সামনে এসেছিল। কিন্তু কবে থেকে সেই কাজ শুরু করা সম্ভব, তা নিয়ে চলছিল টালবাহানা। মাসখানেক ধরেই বিকল্প রুট-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা চলছিল। সমস্ত জটিলতা কাটিয়ে এবার শুরু হচ্ছে ফ্লাইওভারের (Belgharia Flyover) সংস্কারের কাজ। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। জানা যাচ্ছে, শিয়ালদহ ডিভিশনের তত্ত্বাবধানে আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংস্কারের কাজ। মেরামত চলাকালীন এই ফ্লাইওভার বন্ধ রাখা হবে। এর ফলে তীব্র যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে শুরু হয়েছে প্রচার। বিকল্প পথ ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।
বেলঘরিয়া রেলওয়ে ফ্লাইওভার (Belgharia Flyover) কলকাতার উত্তর শহরতলির অন্যতম লাইফ লাইন। মূলত এই ফ্লাইওভার বিটি রোড থেকে এমবি রোড হয়ে নিমতা মোড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ করছে। শুধু তাই নয়, খুব সহজে এই ফ্লাইওভারকে ব্যবহার করে বিরাটিও পৌঁছানো সম্ভব। ফলে প্রত্যেকদিন বহু মানুষের যাতায়াত এই ফ্লাইওভারের উপর দিয়ে। এমনকী এই ফ্লাইওভারকে ব্যবহার করে বহু পণ্যবাহী গাড়ি, বাসও চলাচল করে। ফলে যাতায়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বেলঘরিয়া রেলওয়ে ফ্লাইওভার। আর সেখানেই ধরা পড়ে ত্রুটি। ২০২৫ সালে ওই ত্রুটি সামনে আসে স্বাস্থ্যপরীক্ষার পর। ফ্লাইওভারের গার্ডারের ত্রুটি সামনে আসে। তারপর এই ফ্লাইওভার সংস্কারের সিদ্ধান্ত হয়।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে এই ফ্লাইওভার বন্ধ থাকাকালীন বিকল্প পথে চলবে যানবাহন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বিকল্প পথের তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে বিটি রোড থেকে গাড়ি রথতলা মোড়, নীলগঞ্জ মোড় ও বিটি রোড ক্রসিং, সিঁধু স্টোর মোড়, টেক্সম্যাকো/ মিলিটারি রোড, ৪নং রেল গেট হয়ে বাসুদেব রোড শহীদ বেদী, এম বি রোড – কালচার মোড় হয়ে নিমতা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে পারবে। অন্যদিকে বিটি রোডগামী গাড়িগুলি এমবি রোড, কালচার মোড়, পুরনো নিমতা রোড, ২ নং রেল গেট, নীলগঞ্জ, সিঁধু স্টোর মোড় হয়ে বিটি রোডে ঢুকতে পারবে। ফ্লাইওভারে ওঠা ও নামার পথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।




