বলিউডের পথে হেটে বহুদিন ধরেই টলিউডেও আত্মজীবনীমূলক বা অনুপ্রেরণামূলক ছবি তৈরি হচ্ছে। আমার শোনা যাচ্ছে সেরকমই একটি ছবি খুব শীঘ্রই ফ্লোরে যাবে। করিমুল হক উত্তরবঙ্গে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ নামে পরিচিত। মানুষের সেবায় তিনি নিজের মোটর বাইককে অ্যাম্বুলেন্স এর মত ব্যবহার করেন। বছরের পর বছর ধরে অসুস্থ মানুষকে দুর্গম পথ পেরিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে বহু জীবন বাঁচিয়েছেন। এবার তারই জীবন অবলম্বনে ছবি তৈরি হচ্ছে টলিউডে। আর যতদূর কানাঘুষ শোনা যাচ্ছে, করিমুল হকের চরিত্রে অভিনয় করতে চলেছেন টলিউড সুপারস্টার দেব।
করিমুল হকের বাইক অ্যাম্বুলেন্স দাদা হয়ে ওঠার গল্পটাও হৃদয়বিদারক। অসুস্থ মাকে সময়মতো হাসপাতালে নিয়ে যেতে পারেননি করিমুল। ১৯৯৫ সালে মাকে হারান তিনি। এই ঘটনায় তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি সংকল্প করেন, এম্বুলেন্সএর অভাবে আর যেন কোন প্রাণহানি না ঘটে। এরপর থেকে নিজের বাইক নিয়ে অ্যাম্বুলেন্সের মতো ব্যবহার করতে শুরু করেন তিনি। আজও নিঃস্বার্থভাবে সেই কাজ তিনি সমানে করে চলেছেন। এই অসাধারণ মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার ২০১৭ সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
যদিও প্রযোজনা সংস্থা বা নায়ক কোনো পক্ষ থেকেই সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে ছবিটির নাম হতে পারে বাইক অ্যাম্বুলেন্স দাদা। দেবের বিপরীতে নায়িকা রূপে নাকি ভাবা হয়েছে ছোট পর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা মল্লিককে। জগদ্ধাত্রী ধারাবাহিকের সৌজন্যে টিভির দর্শকের কাছে ভীষণ জনপ্রিয় অঙ্কিতা। খবরটা সত্যি হলে, নতুন এই রুটি কেমন পারফর্ম করে সেদিকেও লক্ষ্য থাকবে দর্শকদের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর বড়দিনে মুক্তি পেতে পারে এই ছবি।




