২ নভেম্বর, রবিবার ষাটে পা দিলেন বলিউড বাদশা। ‘কিং’ শাহরুখ খানকে (Shah Rukh Khan) জন্মদিনে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই বিশেষ দিনে ‘ভাই’-কে রাত ১২টার ঠিক এক মিনিট আগে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন মমতা। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘ভাই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার অনবদ্য প্রতিভা এবং করিশ্মা দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করে যাও।’ এই জন্মদিনেই প্রকাশ্যে এলো শাহরুখের আগামী ছবি কিং -এর ঝলক। প্রথম চালকেই নেট দুনিয়ায় ধামাকার সৃষ্টি হয়েছে।

এদিকে, ইতিমধ্যেই তাঁর ভক্তরা শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। পাশাপাশি, বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী তাঁদের প্রিয় শাহরুখকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে জন্মদিনে পছন্দের তারকার একটু উষ্ণ সাক্ষাৎ পেতে মায়ানগরী মুম্বইতে ভিড় জমিয়েছেন অনুরাগীরা। বিশেষ করে শাহরুখের বাড়ি ‘মন্নত’-এর সামনে শনিবার রাত থেকেই প্রচুর মানুষ অন্যান্যবারের মতো ভিড় করেছেন। উদ্দেশ্য একটাই, জন্মদিনে বাদশাকে একটিবার দেখা।
প্রসঙ্গত মন্নতে মেরামতির কাজ চলছে এই মুহূর্তে। তাই আলিবাগেই আপাতত থাকছেন শাহরুখ। কিন্তু দেশ এবং বিদেশ থেকে আসা ভক্তদের কীভাবে ফিরিয়ে দেবেন তিনি? শোনা যাচ্ছে, মন্নতে এই মুহূর্তে মেরামতির কাজ চললেও যে বারান্দা থেকে ভক্তদের দেখা দেন শাহরুখ সেখান থেকেই নাকি দেখা দেবেন তিনি, শুধুমাত্র আজকের জন্যই। অন্যদিকে শোনা যাচ্ছে, এদিন বান্দ্রার বালগন্ধর্ব রঙ্গমন্দিরেও নাকি ভক্তদের দর্শন দেবেন তিনি। সেই জমকালো আয়োজন করেছে মুম্বইয়ে শাহরুখের ফ্যানক্লাব। পাশাপাশি কলকাতাতেও শাহরুখ ফ্যান ক্লাবের উদ্যোগে কিং এর জন্মদিন উপলক্ষে আয়োজিত হয়েছে একাধিক অনুষ্ঠান।





