SIR আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা রোজই সামনে আসছে।তার প্রতিবাদে ইতিমধ্যে পথে নেমে মিছিল করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ কমিটি গঠন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই কমিটির সদস্যরা এসআইআর ‘আতঙ্কে’ মৃতদের পরিবারের কাছে যাবেন। আর্থিক সাহায্যেরও বন্দোবস্ত করা হবে।
শনিবার মোট পাঁচটি স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূল নেতানেত্রীরা। গত ২৮ অক্টোবর, আগরপাড়ায় নিজের বাড়ি থেকে প্রদীপ কর নামে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়। সুইসাইড নোটও পাওয়া যায়। ওই নোটেই উল্লেখ ছিল এসআইআর ‘আতঙ্কে’র কথা। তাঁর মৃত্যুর পর ‘জাস্টিস ফর প্রদীপ কর’ স্লোগান ওঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার কথা সামিরুল ইসলাম এবং পার্থ ভৌমিকের। টিটাগড়ে মৃত কাকলি সরকারের পরিবারের সঙ্গে এদিন বিকেল চারটে নাগাদ দেখা করার কথা শশী পাঁজা এবং তৃণাঙ্কুর ভট্টাচার্যের। অন্যদিকে ডানকুনিতে এস আই আর আতঙ্কে হাসিনা বেগমের মৃত্যু হয়। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে ভুগছিলেন ষাটোর্ধ্ব ওই মহিলা। তাঁর পরিবারের সঙ্গে দেখা করার কথা চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুদীপ রাহার। SIR ‘আতঙ্কে’ হুগলির শেওড়াফুলিতে মৃত মহিলার পরিবারের সঙ্গে এদিন দেখা করবেন জয়া দত্ত-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এছাড়া উলুবেড়িয়ায় এসআইয়ার আতঙ্কে মৃত যুবকের পরিবারের সঙ্গেও দেখা করতে যাবে তৃণমূলের প্রতিনিধি দল।
প্রসঙ্গত, রাজ্যে এস আই আর ঘোষণার পর থেকেই সেই আতঙ্কে কার্যত মৃত্যু মিছিল শুরু হয়েছে। একজন বৈধ ভোটারের নামও এস আই আর তালিকা থেকে বাদ গেলে দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। কিন্তু তারপরেও আতঙ্ক যেন কাটছেই না। তার জেরেই ঘটে চলেছে একের পর এক প্রাণহানির ঘটনা।





