ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এস আই আর শুরু হয়ে গিয়েছে বাংলায়। আগামী চার নভেম্বর পর্যন্ত বি এল ওদের প্রশিক্ষণ শিবির চলবে। এই আবহে জরুরী ভিত্তিতে বিএলএ বা ব্লক লেভেল এজেন্টদের নিয়ে বৈঠকে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দুপুর থেকেই দফায় দফায় এই নিয়ে উদ্যোগী হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্বয়ং। তবে মূল বৈঠক রাখা হয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার বিকেলে।
তৃণমূল সূত্রে খবর, মন্ত্রী বিধায়ক সাংসদ থেকে শুরু করে ব্লক স্তরের নেতাকর্মীদের নিয়ে এই ভার্চুয়াল বৈঠকে এস আই আর সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনায় অংশ নেবেন অভিষেক।
এস আই আর প্রক্রিয়ার জন্য যে সংখ্যক ব্লক লেভেল এজেন্ট বা বি এল এ ২ থাকা আবশ্যিক, বুথভিত্তিক সংগঠন থাকার সুবাদে তা শাসক দলের রয়েছে। এজেন্টদের সুবিধার্থে আরও একটি পন্থা নিয়েছে তৃণমূল। এতদিন যারা ভোটার তালিকা যাচাইয়ের কাজ করেছেন, অভিজ্ঞতার নিরীখে তারাই বি এল ও এজেন্টদের সঙ্গে থাকবেন। কিছু ক্ষেত্রে এই তালিকায় রদবদলও করা হয়েছে।





