Header AD

লোকসভায় তৃণমূলের দলনেতা নির্বাচিত হওয়ার পর নেত্রীকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

লোকসভায় তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এদিন তিনি বলেন, “দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সঙ্গে নিয়ে কাজ করবেন অভিষেক। চিফ হুইপ পদে থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই।” নতুন দায়িত্ব নিয়ে এদিন রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে টুইট করেছেন। লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে নির্বাচিত করায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি।অভিষেক বন্দ্যোপাধ্যায় এক হ্যান্ডেলে লিখেছেন, “দলের সভানেত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমার সহকর্মী সাংসদরা আমাকে লোকসভায় আমাদের সংসদীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত করার জন্য আমার উপর যে আস্থা রেখেছেন, তাতে আমি গভীরভাবে সম্মানিত। পূর্ণ প্রতিশ্রুতির সঙ্গে আমি এই দায়িত্ব গ্রহণ করছি। সংসদে তৃণমূলের কণ্ঠস্বর শক্তিশালী এবং অটল রাখার জন্য আমার সকল সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। কেন্দ্রীয় সরকারের একনায়কতন্ত্র প্রতিহত করব এবং আমাদের সংবিধানের মূল মূল্যবোধ-ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব রক্ষা করব।আমাদের লক্ষ্য স্পষ্ট। বাংলার জনগণের অধিকার, সম্মান ও আকাঙ্ক্ষা রক্ষা করা।”