রজনীকান্তের দক্ষিণী মুভি ‘কুলি’ মুক্তি পেয়েছে গত ১৪ আগস্ট । লোকেশ কানাগরাজ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা আমির খানও। বক্স অফিসে লক্ষ্মীলাভও মন্দ হচ্ছে না। কুলিতে ‘দহ’ নামে একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি । তবে এই চরিত্রে অভিনয় নিয়ে বেশ জল্পনার সৃষ্টি হয়েছিল বলে সুত্রের খবর। রজনীকান্তের সঙ্গে একই ছবিতে কাজ করতে পারা নিয়ে বেজায় খুশি ছিলেন মিস্টার পারফেকশনিস্ট। এবার সেসব জল্পনায় জল ঢালল আমিরের টিম।
সম্প্রতি আমিরের একটি লেখা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি নাকি লিখেছিলেন এই ছবিতে অভিনয় করার সিদ্ধান্ত তাঁর জীবনের একটি বড় ভুল। অন্তত নেটিজেনদের দাবি এমনটাই। তবে একথা আমিরের কানে যেতেই অভিনেতার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনও মন্তব্য আমির করেননি বা কোনও সাক্ষ্যাৎকারও দেননি । বরং বেশ কিছুদিন আগে একটি সাক্ষ্যাৎকারে আমির প্রযোজকদের ওপর তারকাদের একাধিক চাহিদা নিয়ে মুখ খুলেছিলেন । তিনি জানান “তারকাদের অবশ্যই পরিচিতি দরকার। কিন্তু এমন কিছু করা উচিত নয়, যেখানে তাঁদের জন্য প্রযোজকদের সমস্যায় পড়তে হয়।” এই তারকাদের জন্য অতিরিক্ত কী কী খরচ করতে হয় প্রযোজকদের? অভিনেতা বলেছেন, “একটা সময় এমনও দেখতাম যে, তারকাদের ব্যক্তিগত গাড়ির চালক, দেখাশোনা করা সহকারীর পারিশ্রমিকও দিতে হতো প্রযোজকদের। বিষয়টা আমার খুবই অদ্ভুত লাগত।” কুলি ছবিতে আমিরের লুকে ফিদা তাঁর অনুরাগীরা। মুখে চুরুট, চোখে সানগ্লাসে এই লুক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এসেছে প্রচুর শুভেচ্ছাবার্তাও।





