Header AD

অঙ্কুশের পর ইডির তলব মিমিকে! উর্বশী রাউটেলাও পেলেন সমন

অঙ্কুশ হাজরার পর এবার ইডি-র (ED) নিশানায় মিমি চক্রবর্তী। বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে সমন পাঠানো হয়েছে অভিনেত্রীকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নির্দেশ অনুযায়ী, সোমবার তাঁকে হাজিরা দিতে হবে সংস্থার দিল্লির অফিসে।সেই মতো ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। তবে একা মিমি নন, জানা গিয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউটেলাকেও সমন পাঠিয়েছে ইডি। আরও জানা গিয়েছে, সোমবার মিমির পর মঙ্গলবার হাজিরা দিতে হবে উর্বশীকে।প্রসঙ্গত, বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ইতিপূর্বে ইডির তরফ থেকে সমন পাঠানো হয়েছে একাধিক তারকাকে। এর আগে তদন্তের স্বার্থে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং শিখর ধাওয়ান-সহ বেশ কয়েকজন নামী ব্যক্তিত্বকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই মামলায় মাসখানেক আগে ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। সেই তালিকায় রয়েছেন দক্ষিণী তারকা রাণা দগ্গুবাতী থেকে কপিল শর্মা, বিজয় দেবারাকোন্ডা-সহ একাধিক তারকার নাম।