Header AD

বছর শেষেই বন্ধ হচ্ছে MTV-র সব চ্যানেল, নস্ট্যালজিক একটা গোটা প্রজন্ম

দীর্ঘ চার দশকের যাত্রা শেষ। আগামী ৩১ ডিসেম্বর বন্ধ হচ্ছে MTV। সেই সঙ্গে বন্ধ হতে চলেছে MTV-র সহযোগী চ্যানেলগুলি। ডিজিটাল প্ল্যাটফর্মে চ্যানেলের গুরুত্ব বাড়ানো ও নেটওয়ার্ক পুনর্গঠনের জন্য মূলত এই সিদ্ধান্ত  নেওয়া হয়েছে। MTV Hits, MTV 80s, MTV 90s-সহ MTV এর একাধিক মিউজিক চ্যানেল চলতি বছরের শেষ দিন অন্তিম সম্প্রচার হবে বলে সম্প্রতি ঘোষণা করেছে প্যারামাউন্ট গ্লোবাল ।

‘আই ওয়ান্ট মাই এমটিভি’ স্লোগান নিয়ে ১৯৮১ সালে যাত্রা শুরু করেছিল MTV। এরপর থেকে এই চ্যানেল নিয়ে উন্মাদনার শেষ ছিল না সেই সময়ের তরুণ প্রজন্মের। গান শোনার সঙ্গে ভিডিও দেখা, তালে তাল মেলানো আরও কত কী। MTV মানেই নিখিল, মালাইকা, শেহেনাজ। কাকে ছেড়ে কার কথা বলব। একেকজন অসাধারণ ভিডিও জকি (VJ)। MTV বললেই ভেসে ওঠে রোডিজের নাম। স্প্লিটসভিলার নাম। কী ক্রেজ ছিল তরুণ প্রজন্মের মধ্যে এসব অনুষ্ঠান নিয়ে! আয়ুষ্মান খুরানা, রণবিজয়, করণ কুন্দ্রা, রঘুরামদের এই শো থেকেই তো চেনা সকলের। তাই চ্যানেলটির বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই নস্ট্যালজিয়ায় আক্রান্ত অনেকে। সমাজমাধ্যমে চোখ রাখলে বোঝা যাচ্ছে কী পরিমাণ আবেগ জড়িয়ে আছে এই চ্যানেলের সঙ্গে।

প্রসঙ্গত, ডিজিটাল মাধ্যমের বাড়-বাড়ন্তের ফলে এখনকার প্রজন্ম ইউটিউব, Spotify, Apple Music এর প্ল্যাটফর্মগুলির দিকে ঝুঁকছে বেশি। ফলে টেলিভিশনের দর্শক সংখ্যায় থাবা বসিয়েছে অ্যাপ। এর ছায়া পড়েছে MTV-র রেভিনিউতেও। তাই দর্শকসংখ্যা কমতে থাকায় ভিউ ও আয়ের দিক থেকে কমতে থাকা চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্যারামাউন্ট। মন খারাপ একটা গোটা প্রজন্মের।