উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটার পাশাপাশি তিব্বতে মাউন্ট এভারেস্টে বৃষ্টি এবং তুষার ঝড়ে আটকে প্রায় ১ হাজার পর্বতারোহী। উত্তরবঙ্গে প্রকৃতির তাণ্ডব লীলায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৫ জন। নেপালে মৃতের সংখ্যা প্রায় ৫০। তাঁদের উদ্ধারে চলছে অভিযান। চীনা গণমাধ্যম সূত্রে খবর, তিব্বতের উদ্ধারকারী দল ব্লু স্কাই রেস্কিউয়ের কাছে সাহায্য চেয়ে একটি ফোন আসে। তাদের বলা হয় প্রবল তুষারপাতের কারণে ক্যাম্পের তাবুগুলো একেবারে ভেঙে পড়েছে। কয়েকজন পর্বতারোহী হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই ৩৫০ জনকে স্ট্রেকারে উদ্ধার করে কাছাকাছি কিউডাং শহরে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকারী দলের পাশাপাশি স্থানীয় গ্রামগুলির বাসিন্দারাও আগত পর্যটকদের নিরাপদ স্থানে সরাতে সাহায্য করছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল ভয়ংকর দুর্যোগে ১০০০ ট্রেকার আটকে পড়েছে। তিব্বতে এভারেস্টের পূর্ব দিকের ঢালটি পর্বতারোহীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। গত শুক্রবার সন্ধ্যায় সেখানে ভারী তুষারপাত শুরু হয় এবং ক্রমেই তা বাড়তে থাকে। সম্প্রতি চিনা সংবাদমাধ্যম একটি ভিডিও প্রকাশ্যে এনেছে। সেখানে দেখা গিয়েছে, তীব্র তুষারঝড় চলছে। হাঁটু সমান বরফের মধ্যে কোনও মতো নিজেদের আস্তানার দিকে এগনোর চেষ্ঠা করছেন পর্বতারোহীরা।প্রসঙ্গত, উত্তরবঙ্গে দুর্যোগের ছাপ এখনও টাটকা। ধীরে ধীরে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। জেসিবি গাড়ির সাহায্যে উদ্ধারকার্য চলছে। যুদ্ধকালীন তৎপরতায় আটকে থাকা পর্যটকদের উদ্ধার করছে স্থানীয় প্রশাসন। রাজ্য সরকারও আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে সবরকম ব্যবস্থা নিয়েছে।




