Header AD

গুজরাতে অমিতাভ বচ্চনকে হেনস্তা! ধাক্কাধাক্কিতে হতভম্ব শাহেনশাহ, আহত একাধিক

প্রিয় নায়ককে একবার চোখের দেখা দেখতে কতই না কাঠখড় পোড়াতে হয় অনুরাগীদের! সেই স্বপ্নের নায়ককে হাতের নাগালে পেলে অনেক সময় দিকবিদিক জ্ঞ্যানশূন্য হয়ে পড়ে ভক্তের দল। অতীতে এরকম ঘটনার বহু নিদর্শন রয়েছে। কিন্তু সম্প্রতি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) যে ঘটনার সম্মুখীন হলেন, সেরকম খুব একটা দেখা যায় না। গুজরাতে এক বন্ধুর আবাসন থেকে বেরনোর সময় নিরাপত্তা বলয় টপকে উন্মত্ত বচ্চন অনুরাগীরা যা করলেন, তাতে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছেন খোদ মেগাস্টারও!

শুক্রবার ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর তৃতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গুজরাতের সুরাটে গিয়েছিলেন অমিতাভ। লাল ভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে যাওয়ার আগে বিমানবন্দর থেকে সোজা গিয়েছিলেন তাঁর বন্ধু তথা ব্যবসায়ী সুনীল শাহের সঙ্গে দেখা করতে। যিনি পাল এলাকার কাসা রিভেরা নামে এক বিলাসবহুল আবাসনে থাকেন। সেখানে বন্ধুর সঙ্গে দেখা করে বেরনোর সময়েই অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি হন সিনিয়র বচ্চন। বিগ বি’কে দেখতে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, উন্মত্ত অনুরাগীদের ভিড়ে শাহেনশা রীতিমতো বিরক্ত হন। প্রবীণ অভিনেতা করজোরে থামার অনুরোধ করলেও তাতে কেউ কর্ণপাত করলে তো! শুরু হয় ধাক্কাধাক্কি। যার ফলে আবাসনের প্রবেশপথের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। সেই ক্যামেরাবন্দি মুহূর্তের ভিডিওই বর্তমানে সমাজমাধ্যমে ভাইরাল। যা দেখে নিন্দায় সরব হয়েছেন অমিতাভ অনুরাগীদের একাংশ।

ভাইরাল কিছু ছবি-ভিডিওতে দেখা যাচ্ছে, ভিড়ের ঠেলায় কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে পড়েছিলেন বিগ বি। একসময় থমকে দাঁড়িয়ে পড়েন। তাঁকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল নিরাপত্তারক্ষীদের। উৎসাহী দর্শকদের প্রিয় তারকাকে একবার ছুঁয়ে দেখার অভিলাষেই বিপত্তি। হুড়োহুড়ি, ধাক্কাধাক্কির জেরে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি টিম। সমাজমাধ্যমে ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদে সরব হয়েছেন শাহেনশাহের ভক্তরা। তাঁদের অনুরোধ, ‘বচ্চন সাহেবের বয়স আশির উপর। দয়া করে ওঁকে ছেড়ে দিন।’