Header AD

SIR-এ ঘোর সমস্যায় অমিতাভ বচ্চন! মুম্বই-উত্তরপ্রদেশে একযোগে ভোটার তালিকায় নাম

বর্তমানে যোগীরাজ্য উত্তরপ্রদেশে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ। এই কাজ শুরু হতেই একটি চমকপ্রদ ঘটনা প্রকাশ্যে এসেছে। মুম্বইয়ের বাসিন্দা হয়েও উত্তরপ্রদেশের ভোটার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)! তোলপাড় ফেলে দিল যোগীরাজ্যের এন্যুমারেশন ফর্ম। জানা গিয়েছে, ঝাঁসির ভোটার তালিকায় রয়েছে বলিউড শাহেনশার নাম এবং বংশপরিচয়। শুধু তাই নয়, অমিতাভের বাবা খ্যাতনামা কবি হরিবংশ রাই বচ্চনের নামও রয়েছে সেই তালিকায়। আর এহেন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে শুরু হয়েছে শোরগোল।

বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে উত্তরপ্রদেশেও চলছে এসআইআর প্রক্রিয়া । আর সেই কাজেই কার্যত ‘কেঁচো খুঁড়তে কেউটে’গিয়ে কেউটে বেরিয়ে এল! ঝাঁসির কাচিয়ানা এলাকার ভোটার লিস্ট দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে বিএলওদের। দেখা গিয়েছে, ২০০৩ সাল থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে বচ্চন পরিবারের। ঝাঁসির ইআরওয়ের তরফে প্রকাশ্যে আনা তালিকা অনুযায়ী, ওর্চা গেট সংলগ্ন এলাকার ৫৪ নম্বর বাড়ির বাসিন্দা অমিতাভ বচ্চন। এরপরই শুরু হয় খোঁজ খবর। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে অক্কা পাওয়ার জোগাড় হয় যোগীরাজ্যের বিএলওদের! কারণ ৫৪ নম্বরে কোনও বাড়ির অস্তিত্বই নেই! বরং সেখানে দাঁড়িয়ে রয়েছে আস্ত এক মন্দির। উল্লেখ্য, ফি বছর মুম্বইয়ের জুহু কেন্দ্রে সপরিবারে ভোট দেন অমিতাভ বচ্চন। সেখানে ঝাঁসির কাচিয়ানা কেন্দ্রের ভোটার তালিকায় কীভাবে আমিতাভ বচ্চনের নাম রয়েছে? সন্দিহান সেখানকার বিএলওরাও।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অমিতাভ বচ্চনকে এযাবৎকাল শুধু সিনেমার পর্দাতেই দেখেছেন তাঁরা। বাস্তবে ওই পাড়ায় কোনওদিন পা-ই রাখেননি বিগবি। এহেন ভূতুড়ে ভোটার তালিকা প্রকাশ্যে আসার পর ঝাঁসিজুড়ে হইচই পড়ে গিয়েছে। শুধু ঝাঁসিই নয় সারা দেশেই এই খবর ছড়িয়ে পড়েছে। এমতাবস্থায় সরকারি কাজের ত্রুটি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ উত্তরপ্রদেশের আমজনতা।