এই মুহুর্তে থাইল্যান্ডের অলিগলিতে একান্তে সময় কাটাতে ব্যস্ত কৌশানী মুখোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরা। গোপনে প্রেম করছেন এই দুই তারকা? অঙ্কুশ – ঐন্দ্রিলার সম্পর্কে কি তবে ফাটল ধরল? আর বনি- কৌশানীর সম্পর্ক! সব মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোরাল। বিদেশের মাটিতে গোপনে কী করছেন এই দুই টলি স্টার?
দুর্গাপুজোর আবহে মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘রক্তবীজ ২’ । সেই ছবিতেই জুটি বেঁধেছেন কৌশানী এবং অঙ্কুশ । সেই ছবিরই একটি গান মুক্তি পেল সম্প্রতি । সেখানেই এই দুই তারকাকে দেখা গেল বিদেশের মাটিতে রোম্যান্স করতে ।
‘রক্তবীজ ২’তে এক দিকে যেমন রয়েছে অ্যাকশন তেমনই আর এক দিকে রয়েছে রোমান্স। দুর্গাপুজোর আবহে বাংলা ছবিতে প্রেমের গান। পুরনো সেই ধারাকেই তাদের নতুন ছবিতে ধরে রাখার চেষ্টা করেছেন পরিচালক জুটি। তারই প্রমাণ মিলল সদ্য মুক্তি পাওয়া গানটিতে। গানের সুরে থাইল্যান্ডের রাস্তায় অঙ্কুশকে মুগ্ধ হয়ে দেখছেন কৌশানী। আবার কখনও ‘গন্ডোলা রাইড’-এ ব্যস্ত দু’জনে। এভাবেই রোমান্টিক মুডে ধরা দিলেন দুই তারকা।নতুন গানের দৃশ্য বলছে, এই ছবিতে এই নতুন জুটি মন ভরাবে সিনেপ্রেমীদের।





